shono
Advertisement
Play Store

গুগল প্লে স্টোরেই লুকিয়ে বসেছিল 'ক্ষতিকর' অ্যাপ! জেনে নিয়ে সতর্ক হোন

ফাঁদ পেতেছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা।
Published By: Biswadip DeyPosted: 04:32 PM Mar 16, 2025Updated: 04:32 PM Mar 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েডের প্লে স্টোর ইউজারদের কাছে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে এক চূড়ান্ত নির্ভরযোগ্য স্টোর। কিন্তু সেই স্টোরেই ফাঁদ পেতেছিল হ্যাকাররা। ২০২২ সালের গোড়া থেকেই। তা টের পেতেই পদক্ষেপ করল গুগল। কিন্তু বিপদ এখনও থেকে যেতেই পারে আপনার ডিভাইসে। জেনে নিয়ে সাবধান হোন।

Advertisement

জানা গিয়েছে, প্লে স্টোর থেকে ইতিমধ্যেই কয়েকটি অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। ওই অ্যাপগুলির মধ্যে কোস্পাই স্পাইওয়্যার ছিল। এই ম্যালওয়্যার উত্তর কোরিয়ার হ্যাকারদের দল এপিটি৩৭-এর তৈরি। অ্যাপগুলি ডাউনলোড করলে সেই ইউজারদের স্পর্শকাতর তথ্য যথা কল লগ, এসএমএস, ডিভাইস লোকেশনের মতো বহু তথ্য হ্যাকারদের কবলে চলে যেতে পারে। ফোন ম্যানেজার, ফাইল ম্যানেজার, স্মার্ট ম্যানেজার, কাকাও সিকিউরিটি এবং সফ্টওয়্যার আপডেট ইউটিলিটির মতো অ্যাপের ভিতরেই ছিল ওই ম্যালওয়্যার। তবে যেহেতু প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপগুলি, তাই ভয়ের কিছু নেই সেই অর্থে। তবে আশঙ্কা এরপরও থাকছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনও কোনও ডিভাইস বা কোনও 'থার্ড পার্টি সোর্স'-এর মধ্যে থাকতে পারে ওই স্পাইওয়্যার। এই স্পাইওয়্যারের নানা রকম 'ক্ষমতা'।

এসএমএস ও কল লগ হাতিয়ে নেওয়া।
ডিভাইস লোকেশন ট্র্যাক করতে পারা।
ফাইল ও ফোল্ডারের অ্যাক্সেস পাওয়া।
রেকর্ড অডিও ও ছবি তোলা।
স্ক্রিনশট নেওয়া এবং কিস্ট্রোক রেকর্ড করা।
ওয়াই-ফাই নেটওয়ার্কের ডিটেইলস সংগ্রহ।

সাবধানে থাকতে কী করবেন

আপনার ডিভাইসে কোনও সন্দেহজনক অ্যাপ থাকলেই উড়িয়ে দিন। তাছাড়া গুগল প্লে প্রোটেক্ট 'এনাবেল' করে রাখুন ক্ষতিকর অ্যাপকে স্ক্যান করে চিহ্নিত করতে।
কোনও থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।
নিয়মিত আপনার ডিভাইসের সফ্টওয়্যার আপডেট করতে থাকুন।
অ্যাপ ডাউনলোড করার সময় কীসের ক্ষেত্রে অ্যাক্সেস দিচ্ছেন তা খতিয়ে দেখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যান্ড্রয়েডের প্লে স্টোর ইউজারদের কাছে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে এক চূড়ান্ত নির্ভরযোগ্য স্টোর। কিন্তু সেই স্টোরেই ফাঁদ পেতেছিল হ্যাকাররা।
  • ২০২২ সালের গোড়া থেকেই। তা টের পেতেই পদক্ষেপ করল গুগল।
  • কিন্তু বিপদ এখনও থেকে যেতেই পারে আপনার ডিভাইসে। জেনে নিয়ে সাবধান হোন।
Advertisement