shono
Advertisement

গতি মাত্রা ছাড়ালেই এবার গাড়িতে বাজবে অ্যালার্ম

১৮টি রাজ্যের পরিবহণ মন্ত্রীর দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র৷ The post গতি মাত্রা ছাড়ালেই এবার গাড়িতে বাজবে অ্যালার্ম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Sep 13, 2016Updated: 03:13 PM Sep 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনা রুখতে এবার নয়া পদক্ষেপ সরকারের৷ গাড়ির গতি নির্ধারিত সীমা ছাড়ালেই চালক, যাত্রী ও পথচারীদের সতর্ক করে দিতে যাতে অ্যালার্ম বেজে ওঠে তারই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ নিয়ম করে প্রতিটি গাড়িতেই এই অ্যালার্ম বসানোর পরিকল্পনা নিয়েছে সরকার৷

Advertisement

গতবছরের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে প্রায় পাঁচ লক্ষেরও বেশি পথ দুর্ঘটনা ঘটেছে৷ যাতে মৃত্যু হয়েছে দেড় লাখেরও বেশি মানুষের৷ দুর্ঘটনায় পড়েছেন যাঁরা তাঁদের মধ্যে ৭৯ শতাংশই লাইসেন্সধারী চালক৷ এর মধ্যে আবার ৬২.২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে গাড়ির গতি বেশি থাকার কারণে৷ অর্থাৎ হয় জেনেবুঝে, নয় ভুল করেই গাড়ির গতি বাড়ানোয় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে৷ তা রুখতেই এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছে সড়ক ও পরিবহণ দফতর৷ প্রতি গাড়িতে বিশেষ অ্যালার্ম রাখা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গতির নির্ধারিত সীমা ছাড়ানো মাত্রই নির্দিষ্ট একটা শব্দে এই অ্যালার্ম বাজতে শুরু করবে৷ গতি আরও বাড়লে সুর পাল্টে বেজে উঠবে অ্যালার্ম৷ এর ফলে চালক নিজে যেমন সতর্ক হতে পারবেন, তেমনই আশেপাশের গাড়ির চালক এমনকী যাত্রীরাও সতর্ক হয়ে ব্যবস্থা নিতে পারবেন৷

এছাড়া গতি রুখতে রাস্তায় সিসিটিভি ব্যবস্থার পাশাপাশি প্রতি গাড়িতে এয়ারব্যাগ থাকাও বাধ্যতামূলক করা হচ্ছে৷  ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের সাজার মাত্রাও বাড়াতে চলেছে সরকার৷ বেপরোয়া ড্রাইভারদের সতর্ক করতেই এই কঠোর পদক্ষেপের ভাবনা৷ প্রায় ১৮টি রাজ্যের পরিবহণ মন্ত্রীর দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র৷

The post গতি মাত্রা ছাড়ালেই এবার গাড়িতে বাজবে অ্যালার্ম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement