সুমন করাতি, হুগলি: রাজ্যপালের মুখেও ‘মোদিজি কি গ্যারান্টি’! রাজ্যের সাংবিধানিক প্রধানের মুখে এহেন ‘রাজনৈতিক’ স্লোগান ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সিভি আনন্দ বোসকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল। তাদের কটাক্ষ, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। এদিন তা আরও স্পষ্ট হয়ে গেল।
মঙ্গলবার হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল। উত্তরপাড়া গণভবনে পিএম সুরজ পোর্টালের ভারচুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেন,”আমি নেতাজি সুভাষ, বিবেকনন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব।” এর পরই তিনি বলেন, “পিএম সুরজ পোর্টাল হল মোদি জি কি গ্যারান্টি।” তাঁর মুখে ‘রাজনৈতিক’ স্লোগান ঘিরে জলঘোলা শুরু হয়েছে।
[আরও পড়ুন: ‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের]
রাজ্যপালকে কটাক্ষ করে হুগলি জেলার তৃণমূলের জেলা সম্পাদক আচ্ছেলাল যাদব অরিন্দম গুঁইন বলেন,”উনি বিজেপির হয়ে কাজ করছেন। তাই এসব বলছেন। মোদিজির গ্যারান্টি যদি সত্যি হত, তবে এতদিন সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে এসে যেত।”