shono
Advertisement

১৪৪ ধারা উপেক্ষা করে কীভাবে অভিষেকের ধরনা? মুখ্যসচিবকে কড়া চিঠি দিচ্ছে রাজভবন

শুভেন্দুর সুর রাজ্যপালের মুখে।
Posted: 02:02 PM Oct 08, 2023Updated: 02:02 PM Oct 08, 2023

গৌতম ব্রহ্ম: প্রশ্নটা প্রথম তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর সেই প্রশ্নই এবার প্রতিধ্বনিত হতে চলেছে রাজ্যপালের মুখে। ১৪৪ ধারা উপেক্ষা করে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা কীভাবে? প্রশ্ন তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি লিখতে চলেছে রাজভবন। এমনটাই খবর রাজভবন সূত্রে।

Advertisement

অভিষেকের ধরনার প্রথম দিনই শুভেন্দু অধিকারী টুইট করে প্রশ্ন তোলেন,”রাজভবনের ১৫০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকার কথা। কিন্তু তৃণমূলের (TMC) প্রতিনিধিরা শুধু যে মিছিল করে রাজভবন পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই নয়, সেখানে ধরনাও করছে।” কলকাতায় ফিরে সেই একই প্রশ্নে নবান্নকে বিদ্ধ করতে পারেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসই। শোনা যাচ্ছে, রাজভবনের তরফে কড়া চিঠি লেখা হচ্ছে মুখ্যসচিবকে। ১৪৪ ধারা উপেক্ষা করে কীভাবে অভিষেকদের ধরনা, সেই প্রশ্ন তোলার পাশাপাশি আরও দুটো বিষয়ে ওই চিঠিতে আলোকপাত করা হবে।

[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]

তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গ থেকে আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল। শহরে ফিরে ‘বঞ্চিত’দের সঙ্গে দেখা করতে চান তিনি। উত্তরবঙ্গ থেকেই তিনি বলেন, “বঞ্চিতদের সঙ্গে কথা বলব। তাঁদের থেকে সরাসরি অভিযোগ শুনব। তার পর শুধু কেন্দ্র নয়, বিষয়টির সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে কথা বলব।” অর্থাৎ রাজ্যের দাবিদাওয়া নিয়ে তিনি সংবেদনশীল বলেই নিজেকে বোঝাতে চেয়েছেন।

[আরও পড়ুন: ‘এখনই বেরিয়ে যান, ফিরহাদ আমাদের ভগবান’, CBI হানার বিরুদ্ধে সরব মেয়র অনুগামীরা]

অথচ শহরে ফিরেই তিনি তৃণমূলের কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নেবেন বলে শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যপাল কি তাহলে রাজ্যের বকেয়া ইস্যুতে দ্বিমুখী নীতি নিতে চলেছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement