shono
Advertisement

বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের

হাই কোর্টের বিচারপতির নামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখছেন রাজ্যের আইনজীবীরা৷ The post বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:58 AM Jul 22, 2019Updated: 01:50 PM Jul 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনগাঁ মামলায় প্রথম রাজ্যের অ্যাডভোকেট জেনালের কিশোর দত্তের সঙ্গে নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি৷ আজ, সোমবার হবে এই মামলার রায়দান৷ কিন্তু তার আগেই হাই কোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আইনজীবীরা৷ তাঁদের অভিযোগ, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন বিচারপতি৷ অনভিপ্রেত ভাবে সমস্ত ক্ষেত্রে বনগাঁ মামলাকে টেনে আনছেন৷’’ সূত্রের খবর, সমস্তটা বিষয়টা জানিয়ে সমাপ্তি চট্টোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে নালিশও করছেন রাজ্যের আইনজীবীরা৷

Advertisement

[ আরও পড়ুন: স্কুটি-বাইক চুরি করে জয়রাইডের পর ফেরত, কলকাতায় গ্রেপ্তার দুই মডেল]

আদালত সূত্রে খবর, সোমবার গঙ্গারামপুর পুরসভার অনাস্থা মামলার শুনানি চলার সময় এজলাস থেকে বেরিয়ে যান রাজ্যের আইজীবীরা৷ এরপরই ভাস্কর বৈশ্য, সুমন ভট্টাচর্যের মতো রাজ্যের আইনজীবীরা সিদ্ধান্ত নেন যে, সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করবেন তাঁরা৷ মূলত তিনটে অভিযোগে আইনজীবীরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁদের মতে, ‘‘এক, আদালত হচ্ছে একটা মন্দির৷ সেখানে বিভিন্ন সময়ে অনভিপ্রেত মন্তব্য করে আদালতের মর্যাদা নষ্ট করছেন বিচারপতি৷ দুই, প্রতিটি মামলার ক্ষেত্রে বনগাঁ মামলাকে টেনে আনছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ তিন, এজলাসে রাজনৈতিক নেতাদের মতো মন্তব্য করছেন বিচারপতি৷’’ জানা গিয়েছে, সমগ্র বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছে সমাপ্তি চট্টোপাধ্যায়ের নামে চিঠিও লিখতে চলেছেন তাঁরা৷

প্রসঙ্গত, গত সপ্তাহে বনগাঁ পুপসভার অনাস্থা মামলায় পুর চেয়ারম্যান শংকর আঢ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘মানুষের সুবিধার জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে৷ জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে৷ সংখ্যাগরিষ্ঠতা যখন আপনার সঙ্গে নেই, তখন আপনাকে আস্থা ভোটের মুখোমুখি হতেই হবে৷ ফল ভোগ করতেই হবে৷ এত নির্লজ্জ কেন আপনি? কেন চেয়ার আঁকড়ে পড়ে রয়েছেন?’’ এমনকী, ওইদিন অ্যাডভোকেট জেনারেলের (এজি) প্রতিও ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ আস্থা ভোটের ইও বা এগজিকিউটিভ অফিসারের পেশ করা রিপোর্ট, এজি পড়ে শোনাতে গেলে, তাঁকে থামিয়ে দেন বিচারপতি৷ বলেন, ‘‘ওটা গীতা নাকি যে শুনতেই হবে৷ একদল কাউন্সিলর যে ইও-কে দিয়ে জোর করে ওই রিপোর্ট লিখিয়ে নেননি, তার কী প্রমাণ রয়েছে?’’ এরপরই তিনি প্রস্তাব দেন, আবার আস্থা ভোট হোক বনগাঁ পুরসভায়৷ এসপির উপস্থিতিতে ডিএম বা এসডিও অফিসে হোক সভা৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাক পুর চেয়ারম্যান শংকর আঢ্য৷ সোমবার দুপুর ২টোয় আবার বনগাঁ মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে৷

[ আরও পড়ুন: স্কুটি-বাইক চুরি করে জয়রাইডের পর ফেরত, কলকাতায় গ্রেপ্তার দুই মডেল ]

The post বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement