shono
Advertisement

ফের নোট বাতিলের পথে মোদি সরকার! কী বলছে কেন্দ্র?

২০০০ টাকার নোট বাতিল হতে পারে? The post ফের নোট বাতিলের পথে মোদি সরকার! কী বলছে কেন্দ্র? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:48 PM Mar 17, 2018Updated: 02:38 PM Aug 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ হাজার টাকার নোট ছাপা কি বন্ধ হয়ে গিয়েছে? এমন একটি খবর সামনে আসতেই শুরু হয়েছিল জল্পনা। তবে কি ফের নোট বাতিলের পথে হাঁটবে মোদি সরকার? এবার কি তাহলে বাজারে আসার কয়েকমাসের মধ্যেই বাতিল করে দেওয়া হবে নতুন ২০০০ টাকার নোটও? সেই জল্পনায় জল ঢাললেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পি রাধাকৃষ্ণন। শুক্রবার লোকসভায় তিনি জানালেন, ২,০০০ টাকার নোট বাতিল করার কোনও প্রস্তাবই তাঁদের কাছে নেই। ২০০০ টাকার নোট মোটেও বাতিল করা হচ্ছে না। ২০০০-এর নোট কম ছাপার সিদ্ধান্ত অন্য প্রসঙ্গ এমনটাও বলেন তিনি। অদূর ভবিষ্যতে কেন্দ্র ২,০০০ টাকার নোট বাতিল করার কথা ভাবছে কি না, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে লিখিতভাবে তিনি জানিয়েছেন, ‘২,০০০ টাকার নোট বাতিলের কোনও প্রস্তাব সরকারের বিবেচনার মধ্যেই নেই।’ ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের পর বাজারে আসে নতুন ২,০০০ টাকার নোট। তাঁর কথায়, নতুন ২,০০০ ও ৫০০ টাকার নোটের আকারে ১০ মিলিমিটারের পার্থক্য রয়েছে। ফলে দু’টি নোট সহজেই আলাদাভাবে চেনা যায়।

Advertisement

[মোদির নোট বাতিলের সুফল! ফোর্বসের তালিকায় কনিষ্ঠতম ধনকুবের পেটিএম কর্ণধার]

সম্প্রতি, ২০০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে বলে যে গুজব বাজারে শোনা যাচ্ছে, তা উড়িয়ে দেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সাফ জানিয়ে দেন, এখনই ২০০০ টাকার নোট বাতিল হওয়ার কোনও পরিকল্পনা নেই অর্থমন্ত্রকের। মন্ত্রী বরং জানান, দ্রুতই বাজারে আসতে চলেছে ২০০ টাকার নতুন নোট। তারপরই বাজারে আসে ২০০ টাকার নোট। সংবাদ সংস্থাকে তখন গাঙ্গওয়ার বলেছিলেন, “২০০০ টাকার নোট বাতিলের খবর সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি যে ২০০০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমিয়ে আনা হয়েছে। কিন্তু সেটা আলাদা ইস্যু।” তিনি আরও জানান, ২০০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংকই যা বলার বলবে। কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। গতবছর ২৬ জুলাই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ নিয়ে কথা ওঠে পার্লামেন্টেও। যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বিষয়ে কোনও মন্তব্য করতে তখন অস্বীকার করেন। এবারও কেন্দ্রীয় মন্ত্রী পি রাধাকৃষ্ণণ নোট বাতিলের কথা খণ্ডণ করে দিয়েছেন। তবে বাজারে কিন্তু ২০০০ টাকার নোট বাতিল হওয়ার গুজবে সরগরম।

[‘নোট বাতিলের ১ ঘণ্টা আগে পিএনবিতে ৯০ কোটি টাকা জমা দেন নীরব’]

The post ফের নোট বাতিলের পথে মোদি সরকার! কী বলছে কেন্দ্র? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার