shono
Advertisement

LIC’র শেয়ারের দাম এত কম কেন? ৩০ হাজার কোটি টাকা লোকসান হবে সরকারের’, দাবি কংগ্রেসের

কার স্বার্থে এত কম দামে বিক্রি হচ্ছে এলআইসির শেয়ার? প্রশ্ন কংগ্রেসের।
Posted: 09:00 PM May 03, 2022Updated: 09:01 PM May 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলআইসির আইপিও (LIC IPO) নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস। দেশের বৃহত্তম বিরোধী দলের দাবি, মোদি সরকার যে দরে এলআইসির শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে তাতে অন্তত ৩০ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়বে সরকারি কোষাগার। কংগ্রেসের (Congress) প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলছেন, এভাবে এলআইসির শেয়ার বেচে ৩০ কোটি গ্রাহকের আত্মবিশ্বাস এবং ভরসার সঙ্গে আপস করছে বিজেপি (BJP)।

Advertisement

২মে অর্থাৎ সোমবারই লঞ্চ হয়েছে LIC‘র আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টররাই দেশের বৃহত্তম বিমা সংস্থার শেয়ার কেনার সুযোগ পেয়েছেন। এরপর তা সাধারণ বিনিয়োগকারীদের আওতায় আসবে ৪ মে থেকে ৯ মে-র মধ্যে। মঙ্গলবার কেন্দ্র দাবি করেছে, প্রথম দু’দিনে ৫ হাজার ৬২৭ কোটি টাকার আইপিও বিক্রি হয়েছে। কিন্তু কংগ্রেসের দাবি, সরকার যে দরে এলআইসির শেয়ার বিক্রি করছে তাতে মোটা অঙ্কের লোকসান হতে চলেছে সরকারি কোষাগারের।

[আরও পড়ুন: ১ টাকা দিলে মানুষ পেত ১৫ পয়সা! হাতিয়ার রাজীব গান্ধীর মন্তব্য, জার্মানি থেকেও কংগ্রেসকে তোপ মোদির]

কংগ্রেসের দাবি, এলআইসির শেয়ারের দর অপ্র্যতাশিতভাবে কমিয়ে দিয়েছে সরকার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই যেখানে দেশের বৃহত্তম বিমা সংস্থার মূল্য ধরা হয়েছিল ১২ থেকে ১৪ লক্ষ কোটি টাকা, সেখানে এখন মূল্য ধরা হচ্ছে মাত্র ৬ লক্ষ কোটি টাকা। মাত্র দু’মাসে কোন জাদুতে এত কমে গেল এলআইসির ব্র্যান্ড ভ্যালু? প্রশ্ন কংগ্রেসের। রণদীপ সুরজেওয়ালা এদিন দাবি করেছেন, LIC’র প্রতিটি শেয়ারের দাম প্রথমে ঠিক হয়েছিল ১ হাজার ১০০ টাকা। কিন্তু সেখান থেকে দাম কমিয়ে করা হয়েছে ৯০২ থেকে ৯৪৯ টাকা। এতে অন্তত ৩০ হাজার কোটি টাকা লোকসান হবে। কংগ্রেসের দাবি, সরকার যেখানে LIC’র ৫ শতাংশ শেয়ার বেচে ৭০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছিল, সেখানে এখন ৩.৫ শতাংশ শেয়ার বেচে কেন্দ্রের আয় হতে চলেছে মাত্র ২১ হাজার কোটি টাকা।

[আরও পড়ুন: নাইট ক্লাবে রাহুলের সঙ্গে কে এই রহস্যময়ী? নানা মুনির নানা মত সোশ্যাল মিডিয়ায়, তুঙ্গে জল্পনা]

সুরজেওয়ালার প্রশ্ন, “এত কম দামে এলআইসির শেয়ার বেচতে কেন মরিয়া কেন্দ্র? সম্পদের বিচারে এলআইসি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সংস্থা। এলআইসির মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। তা সত্ত্বেও কার স্বার্থে এত সস্তায় এলআইসির শেয়ার বিক্রি করছে কেন্দ্র?” সরকারের তরফে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement