shono
Advertisement

Gram Banglar Durga Puja 2023: আড়াই ফুটের দুর্গা! নদিয়ার যুবকের শিল্পকর্মে মুগ্ধ সকলে

আড়াইফুটের এই প্রতিমা যাবে বেঙ্গালুরুতে।
Posted: 08:46 PM Oct 05, 2023Updated: 01:54 PM Oct 06, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: ছোটবেলা থেকেই মন টানত প্রতিমা তৈরি। এবার আড়াই ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন শান্তিপুরের যুবক। অনলাইনে অর্ডার পেয়েই এই প্রতিমা তৈরি করেছেন বলে জানালেন শিল্পী।

Advertisement

ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি মন কাড়ত শান্তিপুরের জগন্নাথ প্রামাণিকের। জানা যায়, পাঁচ বছর বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।পরবর্তীতে পড়াশোনায় মন দেন। তবে শান্তিপুর কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরও মেলেনি চাকরি। তাই খানিকটা বাধ্য হয়ে শখকেই পেশা করেছেন জগন্নাথ। শুরু করেছেন প্রতিমা তৈরি। এবছর জগন্নাথ চারটি ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন। প্রতিমার উচ্চতা আড়াই ফুট, সাড়ে তিন ফুট, সাড়ে চার ফুট এবং আরেকটি প্রায় সাড়ে সাত ফুট। 

[আরও পড়ুন: ৩১২ বছর আগে শুরু, জৌলুস কমলেও রীতি মেনে আজও গোবরডাঙা রাজবাড়িতে পূজিতা হন দুর্গা]

জগন্নাথ জানান, এ বছর তাঁর আড়াই ফুটের দুর্গা প্রতিমা(Gram Banglar Durga Puja 2023) পাড়ি দেবে বেঙ্গালুরুতে। বাকিগুলো যাবে কলকাতায়। অনলাইনের মাধ্যমে এই প্রতিমার অর্ডার পেয়েছেন বলেই জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: বাস্তবের দশভুজা! ঘরকন্না সামলেই দেবী দুর্গার মূর্তি গড়েন তেহট্টের গৃহবধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার