shono
Advertisement

ক্ষতিগ্রস্ত চিনের প্রাচীর! দুই শ্রমিকের কাণ্ডে বিতর্ক বেজিংয়ে

'ড্রাগনের মেরুদণ্ডে'র ক্ষতির খবরে ছড়াল চাঞ্চল্য।
Posted: 09:17 PM Sep 05, 2023Updated: 09:17 PM Sep 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষতিগ্রস্ত চিনের প্রাচীর (Great Wall of China)। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য গত মাসেই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শ্রমিকের ‘বদান্যতা’য়। বিবিসি সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? ৩৮ ও ৫৫ বছরের দুই শ্রমিক চেষ্টা করেছিলেন ওই প্রাচীরের গায়ে একটি ‘শর্টকাট’ তৈরি করতে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। আসলে চিনের (China) প্রাচীরের গায়ে একটি ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলটিকেই আরও বাড়িয়ে ফেলেছিলেন ওই শ্রমিকরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।

[আরও পড়ুন: ঘর তৈরির জন্য দেড় লক্ষ টাকায় সন্তান বিক্রি! কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি]

প্রসঙ্গত, প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু এই প্রাচীরের দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার। সাংহাই পাস থেকে শুরু হয়ে যা শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। শতকের পর শতক জুড়ে চিনের প্রাচীর গোটা বিশ্বকে বিস্মিত করে আসছে। প্রতি বছরই বিরাট সংখ্যক পর্যটকরা ছুটে আসেন এই প্রাচীর দেখতে। কিন্তু ‘ড্রাগনের মেরুদণ্ড’ নামে পরিচিত এই প্রাচীরই এবার ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক ভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: উপসমিতি গঠনে ফের অশান্তির আশঙ্কা! ভাঙড়ে জারি ১৪৪ ধারা, গ্রেপ্তার ISF কর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার