সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁকে ভারতের নতুন তারকা বলে ধরা হত। তুলনা হয়েছিল শচীন তেণ্ডুলকরের সঙ্গেও। কিন্তু ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন পৃথ্বী শ। বাদ পড়েছেন মুম্বইয়ের রনজি দল থেকেও। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ রয়েছে। কিন্তু দুঃসময়েও পৃথ্বী পাশে পেলেন আরও এক 'বিতর্কিত' চরিত্রকে। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।
তরুণ ক্রিকেটারের দুঃসময়ে তিনি খোলা চিঠি পাঠিয়েছেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের বয়ান অনুযায়ী যেখানে প্রাক্তন অজি ক্রিকেটার লিখেছেন, "পৃথ্বী আমি বুঝতে পারছি, বর্তমানে তুমি কঠিন পরিস্থিতির মোকাবিলা করছ। মুম্বই দল থেকে বাদ পড়ার পর হতাশ হয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই সময়গুলোই একজন অ্যাথলিটের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। সেটাই তোমার কেরিয়ার ও চরিত্রকে নতুন করে গড়ে তুলবে।"
চ্যাপেলের সংযোজন, "আমার মনে আছে, তুমি যখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলতে। তখনই তোমার অবিশ্বাস্য প্রতিভা দেখেছি। যার ঝলক দেখেই মনে হয়েছিল তুমি এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হতে পারো। যারা তোমার মধ্যে সম্ভাবনা দেখেছে, তারা জানে এখনও তোমার সেরা সময় আসা বাকি। মনে রেখো, দুঃসময় প্রতিটা ক্রিকেটারের জীবনের অংশ। এমনকী ডন ব্র্যাডম্যানকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু লড়াই থেকে পালিয়ে গিয়ে কেউ সেরা হতে পারে না। সেরা হতে হয় তার মোকাবিলা করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল।"
তার পরই প্রাক্তন কোচের পরামর্শ, "পরিস্থিতিকে দোষ দেওয়া খুবই সহজ। কিন্তু তুমি কীভাবে তার মোকাবিলা করবে, সেটাই তোমার পথ তৈরি করে দেবে। বড় অ্যাথলিটরা জানে শৃঙ্খলা ও আত্মত্যাগই আসল। তোমার জীবনযাত্রা, খাবার, ফিটনেসের সঙ্গে পরিশ্রমের কষ্টের থেকে দুঃখের কষ্ট অনেক কম। তোমার সামনে অনেক সময় রয়েছে। কী করতে চাও ঠিক করে নাও। তাদের সঙ্গেই থাকো, যারা তোমায় উৎসাহিত করবে। শরীরের যত্ন নাও, যথেষ্ট বিশ্রাম নাও। ভারতীয় দলের দরজা আজও খোলা, যদি তুমি ঢুকতে চাও তো। কিন্তু তার জন্য নিজেকে পরিবর্তন করার মানসিকতা দরকার। যদি তোমার কোনও দরকার পড়ে, আমার সঙ্গে যোগাযোগ করতে কুণ্ঠা করবে না। শুভেচ্ছা জানাই, গ্রেগ।" চ্যাপেলের পরামর্শে কি ফর্মে ফিরতে পারবেন পৃথ্বী? সেটা সময়ই বলবে।