shono
Advertisement

মর্মান্তিক!‌ বউভাতের সকালে আচমকা মৃত্যু বরের, মুহূর্তে নিভল বিয়েবাড়ির রোশনাই

ভালবাসার পরিণতি এত করুণ! বাঁধ মানছে না শোক।
Posted: 10:29 PM Dec 12, 2020Updated: 11:28 PM Dec 12, 2020

অর্ণব আইচ:‌ দীর্ঘদিনের সম্পর্ক। ১০ ডিসেম্বর চার হাত এক হয়েছিল। বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর। কিন্তু ভালবেসে বিয়ের পরিণতি সুখকর হল না কলকাতার (Kolkata) বাঘাযতীনের (Baghajatin) নবদম্পতির। বউভাতের দিন সকালেই মর্মান্তিক মৃত্যু হল বরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেতাজি নগর থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নীলাদ্রি চক্রবর্তী, বয়স মাত্র ‌২৬ বছর‌। বৃহস্পতিবারই ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নীলাদ্রির বিয়ে হয়েছিল। এরপর এদিন ছিল বউভাতের অনুষ্ঠান। বাড়ির কাছে বিশাল মাঠ জুড়ে বাঁধাও হয়েছিল প্যান্ডেল। কিন্তু অনুষ্ঠানের আগেই এদিন সকালে আচমকা মৃত্যু হল বরের।

‌[আরও পড়ুন:‌‌ বছর শেষে ছন্দে ফিরছে মহানগর, করোনা আবহেও ময়দান-ভিক্টোরিয়ায় সেই চেনা ছবি]

এদিকে, নব বিবাহিত নীলাদ্রির আকস্মিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মদ এবং সিগারেটের নেশা ছিল তাঁর। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। পুলিশের অনুমান, এরপর হাতে জ্বলন্ত সিগারেট নিয়েই হয়তো নিজের ঘরে ঘুমিয়ে পড়েন নীলাদ্রি। ওই সিগারেট থেকেই কোনওভাবে বালিশে আগুন লেগে গোটা ঘর ধোঁয়ায় ভরে যায়। কোনও জানলা–দরজা খোলা না থাকায় ওই ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে যায় নীলাদ্রির। পরদিন ভোরে বাবা দরজা খুললে দেখতে পান, সারা ঘর ধোঁয়ায় ভরতি এবং ছেলে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। এরপরই নীলাদ্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরপর খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়। পুলিশ গিয়ে ময়নাতদন্তে পাঠায় দেহ। রিপোর্টে জানা যায়, নীলাদ্রি গ্যাসট্রিক আলসারে ভুগছিলেন, এছাড়া লিভারেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন মনোক্সাইড প্রবেশ করাতেই মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, এই ঘটনায় দুই বাড়ি–সহ গোটা এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে, নিজের বিয়ে নিয়ে নীলাদ্রি খুবই আনন্দে ছিলেন। ফেসবুকে সব কিছুর আপডেটও দিচ্ছিলেন। বিয়ের পর নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবিও পোস্ট করেন। কিন্তু তার পরদিনই এই মর্মান্তিক ঘটনা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না।

‌[আরও পড়ুন:‌‌ ‘উখাড়কে ফেক দো’ মন্তব্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি, ফিরহাদকে আইনি চিঠি দিলেন বৈশাখী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement