shono
Advertisement

পণে বাদ পড়েছে এসি, মালাবদলের সময় বরের ধাক্কায় জ্ঞান হারালেন কনে, তারপর…

পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Posted: 07:48 PM May 15, 2023Updated: 07:48 PM May 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাবদলের পরেও বাতিল হয়ে গেল বিয়ে। মাঝপথে অনুষ্ঠান ফেলে বাড়ি ফিরলেন বর-সহ বরযাত্রীরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজে ঘটেছে এই ঘটনা। আচমকা বিয়ের মণ্ডপ থেকে কনেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বর। এরপর চরম অশান্তি বাধে দুই পক্ষে। শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়। কিন্তু বরের অভব্য আচরণের কারণ কী?

Advertisement

নেপথ্যে রয়েছে পণ সংক্রান্ত কাহিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে ছিল ওই বিয়ের অনুষ্ঠানটি। শুরুতে সব ঠিক চলছিল। আনন্দে মাতেন আত্মীয় এবং আমন্ত্রিতরা। আলো ঝলমলে মঞ্চে মালাবদল অনুষ্ঠানে শুরু হতেই বাধে বিরাট গোলমাল। বর জানতে পারেন পণের সব দাবি মেটায়নি কন্যাপক্ষ। তালিকায় থাকলেও দেওয়া হয়নি এয়ারকন্ডিশন (AC)। অভিযোগ, এরপরেই কনেকে মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেন বর। নিচে পড়ে আহত হন কনে। এমনকী জ্ঞান হারান তরুণী।

[আরও পড়ুন: চড়া রোদে ৭ কিলোমিটার হেঁটে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত, সানস্ট্রোকে মৃত্যু অন্তঃসত্ত্বার]

এমন ঘটনার অভিঘাতে মুহূ্র্তে রণক্ষেত্রে পরিণত বিয়ে বাড়ি। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। তাতে উভয়পক্ষের বেশ কয়েক জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে বিচার চেয়ে দুই পক্ষই হাজির হয় পঞ্চায়েতে। শেষ পর্যন্ত কনে পক্ষের দাবি মেনে বিয়ে বাতিলের সিদ্ধান্ত দেয় পঞ্চায়েত।

[আরও পড়ুন: গুরুদ্বার চত্বরে বসেই মদ্যপানের ‘শাস্তি’! তরুণীকে গুলিতে ঝাঁঝরা করলেন ভক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার