সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তির নিশ্বাস। ৩০৩ ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী বিমানটিকে ফ্রান্স ছেড়ে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবারই সমস্ত যাত্রী নিয়ে রওনা দেবে বিমানটি। তবে তিনদিন আটকে থাকার পর ঠিক কোন গন্তব্যের উদ্দেশে উড়ে যাবে ওই চার্টার্ড বিমান, তা এখনও স্পষ্ট নয়।
দুবাই থেকে নিকারাগুয়াগামী চার্টার্ড বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল। তাতেই ৩০৩ জন ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ছিল ১১ নাবালকও। ‘মানব পাচার’ সন্দেহে বিমানটিকে আটকায় স্থানীয় প্রশাসন। বিষয়টি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে জানানো হয়েছিল। দূতাবাসের তরফে এই ঘটনাটি কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, “ফ্রান্সের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় দূতাবাসের আধিকারিকরা। আমরা পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি।”
[আরও পড়ুন: প্রেম প্রস্তাবে ‘না’, দলীয় কার্যালয়ে ডেকে ছাত্রনেত্রীর ‘শ্লীলতাহানি’ TMCP নেতার]
বিমানটি এদিন রওনা দিলেও কোথায় যাবে, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, যাত্রীদের নিয়ে ভারতে ফিরে আসতে পারে এই চার্টার্ড বিমান। অথবা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও যেতে পারে। কিংবা দুবাই থেকে যাত্রা শুরু করা বিমান ফের দুবাইতেই হয়তো ফিরে যাবে।