সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ঈশ্বর, ভারতরত্ন শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) নিরাপত্তারক্ষীর আত্মহত্যা। ছুটিতে থাকাকালীন নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন শচীনের নিরাপত্তারক্ষী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভিভিআইপি হিসেবে শচীনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসআরপিএফ (SRPF) জওয়ানদের একটি দল। সেই দলেরই সদস্য ছিলেন ওই জওয়ান।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই জওয়ানের নাম প্রকাশ কাপড়ে (৩৯)। তিনি মহারাষ্ট্রের জামনের শহরের বাসিন্দা। সম্প্রতি ছুটিতে বাড়ি গিয়েছিলেন ওই জওয়ান। সেখানেই ঘাড়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে, নিজের বৃদ্ধ বাবা মায়ের পাশাপাশি ওই জওয়ানের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই নাবালক পুত্র। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত্রি ১টা ৩০ নাগাদ তিনি আত্মহত্যা করেন বলে জানা যাচ্ছে। কেন হঠাৎ তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি।
[আরও পড়ুন: ‘ফিরবে অধিকৃত কাশ্মীর, তৈরি হবে আরও মন্দির’, প্রচারে ৪০০ আসন চেয়ে দাবি হিমন্তের]
প্রাথমিক তদন্তে জামনের থানার পুলিশ আধিকারিক কিরণ শিন্ডে বলেন, 'সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন প্রকাশ। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। ওনার পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাঁর আত্মহত্যার কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি।' পাশাপাশি তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি আলাদাভাবে তদন্ত শুরু করেছে এসআরপিএফ।