shono
Advertisement

কোভিডে মৃত্যু একলাফে বাড়ল প্রায় ১০ হাজার! অর্থ সাহায্যের খতিয়ান দিতে গিয়ে ফাঁপড়ে গুজরাট

এর আগে বিহারে কোভিডে মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল।
Posted: 08:46 PM Dec 13, 2021Updated: 09:19 PM Dec 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের (Bihar) পর গুজরাট (Gujarat)। একের পর এক বিজেপি (BJP) শাসিত রাজ্যে কোভিডে (Covid 19) মৃত্যুর ক্ষেত্রে ভুল শোধরানোর হিড়িক পড়ে গিয়েছে! কিছুদিন আগে বিহারে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় করোনায় মৃতের সংখ্যা। পরে বিহার সরকারের তরফে জানানো হয়, যে সংখ্যা বেড়েছে, সেইসব মানুষের মৃত্যুর কারণ অজানা, ধরে নেওয়া হচ্ছে তাঁদের করোনাতেই মৃত্যু হয়েছে। এবার কোভিডে মৃতদের অর্থ সাহায্যের (Covid Death Compensation) খতিয়ান দিতে গিয়ে অস্বস্তিতে পড়ল গুজরাট। সেখানে মৃতের সংখ্যা এক ধাক্কায় প্রায় ১০ হাজার বাড়ল।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) কোভিডে মৃতদের পরিবারকে অর্থ সাহায্যের পরিসংখ্যান দাখিল করে গুজরাট। দেখা যায়, ১৯ হাজার ৯৬৪ জন মৃতের পরিবারকে অর্থ সাহায্য করেছে বিজেপি শাসিত রাজ্যটি। অথচ, গুজরাটে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১০ হাজার ৯৮। এ থেকেই স্পষ্ট হয়ে যায় রাজ্যটিতে কোভিডে মৃতের প্রকৃত সংখ্যা প্রায় ১০ হাজার বেশি। এর ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৮৫ হাজার।

[আরও পড়ুন: বিশ্বে প্রথম ‘ওমিক্রন’ আক্রান্তের মৃত্যু, বাড়ছে উদ্বেগ]

সোমবার গুজরাট সরকারের পক্ষে শীর্ষ আদালতকে জানানো হয়, সে রাজ্যে কোভিডে মৃতদের ৫০ হাজার টাকা করে সরকারি সাহায্যের জন্য ৩৪ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে। এদের মধ্যে ১৯ হাজার ৯৬৪ জন মৃতের ক্ষেত্রে অর্থ সাহায্য করা হয়েছে।

এদিন ফের কোভিডে মৃতদের অর্থ সাহায্যের বিষয়ে রাজ্যগুলির উদ্যোগ নিয়ে উষ্মা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকার জানায়, তারা অল ইন্ডিয়া রেডিওতে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্যের বিজ্ঞাপন দিয়েছে। পালটা বিচারপতিরা বলেন, রেডিও কজন শোনে! তাঁরা প্রশ্ন তোলেন, কেন সমস্ত দৈনিক সংবাদপত্রে, দূরদর্শনে, স্থানীয় ক্যাবেল চ্যানেলে অর্থ সাহায্যের বিজ্ঞাপন করা হচ্ছে না?

[আরও পড়ুন: সুরক্ষাবিধি না মেনেই চুটিয়ে পার্টি! করোনা আক্রান্ত করিনা কাপুর]

প্রসঙ্গত, কদিন আগেই কোভিডে মৃতদের পরিবারকে অর্থ সাহায্য নিয়ে গাফিলতি হচ্ছে বলে একাধিক রাজ্যকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময় মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের কাজে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারকরা। এর আগে কোভিডে আক্রান্ত মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। আদালত বলেছিল, কেন্দ্র ও রাজ্যকে কোনও একটি কল্যাণময় প্রকল্পের মাধ্যমে এই অর্থ দান করতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement