shono
Advertisement

৪৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদ ছাড়লেন আমুল-এর ম্যানেজিং ডিরেক্টর

যদিও আর্থিক দূর্নীতির অভিযোগ মানতে নারাজ আমূল। The post ৪৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদ ছাড়লেন আমুল-এর ম্যানেজিং ডিরেক্টর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Apr 02, 2018Updated: 04:21 PM Jun 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৫০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ। এই অভিযোগে এবার আমুল ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন কে রথনাম। যদিও আর্থিক দুর্নীতির অভিযোগকে মানতে নারাজ সংস্থার উপদেষ্টা বোর্ড। আমুল ডেয়ারিতে নিয়োগের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। অভিযোগ, তাতেই এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই আমুল-এর ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দেন রথনাম। শনিবার এক বোর্ড মিটিংয়ে সেই ইস্তফা গ্রহণ করেন সংস্থার চেয়ারম্যান রামসিং পারমার। যদিও রথনামের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন পারমার। তাঁর দাবি আর্থিক দুর্নীতির অভিযোগে নয়, ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে সরছেন রথনাম। ঘটনাটি গুজরাটের আনন্দ-এর আমুল ডেয়ারির।

Advertisement

[গুরুতর আহত ২ রোগীর হাত-পা বেঁধে রাখল হাসপাতাল কর্তৃপক্ষ, ভাইরাল ছবি]

এমনিতেই দেশের দুধের রাজধানী হিসেবে আনন্দ-এর খ্যাতি রয়েছে। আনন্দ-এর কেডিসিএমপিইউএল হল গুজরাটের ১৮টি জেলার দুগ্ধ সমবায় কেন্দ্র। এই সংস্থাই দুধ ও দুগ্ধজাত দ্রব্য বিপণন করে থাকে। মূলত আমুল ও সাগর ব্র্যান্ডের দুধ ও দুগ্ধজাত দ্রব্যের একচেটিয়া বাজার রয়েছে কেডিসিএমপিইউএলের হাতে। সেই সংস্থারই আমুল ডেয়ারির বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির অভিযোগ। এদিকে পদত্যাগ পর্ব মিটলে সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছে সংস্থার শীর্ষ আধিকারিক জয়েন মেহতার নাম।

এদিকে ৪৫০ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ মাথা পেতে নিতে নারাজ সংস্থার  পদত্যাগী ম্যানেজিং ডিরেক্টর । এই প্রসঙ্গে কে রথনাম (৫৫) বলেন,  ২২ বছর ধরে আমুলের সঙ্গেই কাজ করেছেন। আগামী ১০-১৫ বছর নিজের জন্য কিছু করতে চান। নিজের বাড়িতে থাকতে চান। এতদিন গুজরাটে কাটানোর পর এবার ফিরতে চান জন্মভূমি তামিলনাড়ুতে। মেয়ে আমেরিকা প্রবাসী। সেখানেও গিয়ে সময় কাটাতে চান। তাই এই ইস্তফার সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে রামসিং পারমার বলেন, কে রথনামের ইস্তফা নিয়ে সংস্থার কিছুই বলার নেই। তিনি চাইলে ইস্তফা দিতেই পারেন। তাঁর স্ত্রী ও মেয়ে এখন আমেরিকায় থাকেন। ইস্তফার পর তাঁদের সঙ্গেই সময় কাটাতে চান রথনাম। একই সঙ্গে দুর্নীতির অভিযোগকে গুজব বলেছেন তিনি। রথনামের ইস্তফার প্রতিক্রিয়ায় এক শ্রেণির মিডিয়া এসব ছড়াচ্ছে। তাঁর দিকে উঠছে তছরুপের অভিযোগ। যদিও এই অভিযোগের মধ্যে সত্যতার ছিটেফোঁটাও নেই।

[বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী টিভি উপস্থাপিকা]

 

The post ৪৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদ ছাড়লেন আমুল-এর ম্যানেজিং ডিরেক্টর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার