সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গয়া থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ গোপন সুত্রে খবর পেয়ে, বিহার পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ ও গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখা যৌথ অভিযান চালায়৷ মগধের ডিআইজি সৌরভ কুমার জানান , শুক্রবার রাতে নিমচক বাথানি থানা এলাকা থেকে মহম্মদ সারওয়ার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷
আচমকা বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে, ভাইরাল ভিডিও
২০০২ সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা৷ নিরাপত্তারক্ষীদের উপর AK-47 রাইফেল থেকে অবিরাম গুলিবর্ষণ করে হামলাকারীরা৷ মারা যান ছয় জন পুলিশকর্মী৷ জখম হন আরও দুজন৷ সেই ঘটনাতেই জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় মহম্মদ সারওয়ারকে৷
শিশুপাচার কাণ্ডে নয়া মোড়, উদ্ধার হল রহস্যজনক তিন ডায়েরি
উল্লেখ্য, ওই বছরই ঝাড়খণ্ডের হাজারিবাগে পুলিশের উপর একটি হামলার ঘটনা ঘটে৷ ওই বছরই হামলা চালানো হয় একটি সিবিআই দলের উপরও৷ এই দুই ঘটনায় নাম জড়িয়েছিল মহম্মদ সারওয়ারের৷
বিয়ের প্রথম রাতেই গয়না নিয়ে পালাল নতুন বউ
The post পুলিশের জালে আমেরিকান সেন্টার হামলার চক্রী appeared first on Sangbad Pratidin.