shono
Advertisement

এবার গুজরাটেও কার্যকর হবে ‘অভিন্ন দেওয়ানি বিধি’! ভোটের মুখে নয়া চমক বিজেপির

ভোটের মুখে হিন্দুত্বের জিগির তোলার চেষ্টা, বলছে বিরোধীরা।
Posted: 05:34 PM Oct 29, 2022Updated: 06:05 PM Oct 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার গুজরাট। বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় চমক দিতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে শীঘ্রই কার্যকর হতে পারে ‘অভিন্ন দেওয়ানি বিধি।’ সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ করে ফেলল গুজরাটের বিজেপি সরকার।

Advertisement

সূত্রের খবর, গুজরাট সরকার হাই কোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে একটি কমিটি গড়তে চলেছে। যার কাজ হবে অভিন্ন দেওয়ানি বিধি কীভাবে কার্যকর করা যায়, বা কার্যকর করলে তার কী প্রভাব হতে পারে সেটা পর্যালোচনা করা। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি শনিবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এই ধরনের কমিটি গঠনের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে গুজরাট সরকার।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে জঙ্গিরা! রাষ্ট্রসংঘে সতর্ক করলেন বিদেশমন্ত্রী]

বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট। যদিও বিরোধীদের বক্তব্য, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের জিগির তুলতেই এই ধরনের ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মাথায় শিং! আদিবাসীদের সঙ্গে নাচ, ‘ভারত জোড়ো যাত্রা’য় ভিন্ন মুডে রাহুল]

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি। কেন্দ্রীয় সরকার এখনও তেমন সদিচ্ছাও দেখায়নি। কিন্তু গত একবছরে এই নিয়ে তিনটি বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার ইঙ্গিত দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement