shono
Advertisement

Breaking News

‘ঘর ওয়াপসি’র জল্পনায় ইতি, গুজরাটেই হার্দিক, মুম্বইয়ের নেতৃত্বে রোহিত শর্মা

শোনা যাচ্ছিল ১৬ কোটির বিনিময়ে মুম্বইয়ে ফিরতে পারেন হার্দিক।
Posted: 06:01 PM Nov 26, 2023Updated: 06:18 PM Nov 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএলে (IPL 2024) আর গুজরাট টাইটান্সের জার্সিতে খেলবেন না হার্দিক পাণ্ডিয়া। সম্প্রতি এমন জল্পনাই জোরালো হয়েছিল। শোনা যাচ্ছিল, ঘর ওয়াপসি হতে চলেছে ভারতীয় অলরাউন্ডারের। ১৬ কোটির বিনিময়ে মুম্বইয়ে ফিরবেন তিনি। রবিবার ট্রেড উইনডোর শেষ দিন সব জল্পনার অবসান ঘটল। সফল অধিনায়ককে রেখে দিল গুজরাট। অন্যদিকে, সমস্ত জলঘোলায় ইতি টেনে মুম্বই ইন্ডিয়ান্সও জানিয়ে দিল, আগামী আইপিএলে তাদের নেতা রোহিত শর্মাই।

Advertisement

আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাটকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক (Hardik Pandya)। দ্বিতীয়বারও দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছিল। তাই তিনি গুজরাটকে বিদায় জানাতে চলেছেন, আচমকা এমন খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় ক্রিকেটমহলে। তবে ১৬ কোটিতে গুজরাটেই রইলেন তিনি।

[আরও পড়ুন: পাহাড় রাজনীতিতে ফের চমক! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং]

হার্দিক নিয়ে জল্পনায় অবসান ঘটানোর দিন মোট আটজন ক্রিকেটারকে ছেড়ে দিল গুজরাট। তাঁরা হলেন যশ দয়াল, কোনা ভরত, শিবম মাভি, উর্ভিল প্যাটেল, প্রদীপ সাঙ্গওয়ান, ওইডেন স্মিথ, আলজারি জোসেফ এবং দাশুন শনাকা। আর রয়ে গেলেন শুভমান গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, মোহিত শর্মা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শংকর, জয়দেব যাদব, রাহুল তেওটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, আর সাই কিশোর, রশিদ খান, জোস লিটল।

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স রিলিজ করে দিল ১১জনকে। মহম্মদ আর্শাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘভ গোয়াল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্ট্রাবস, দুয়ান জ্যানসেন, জাই রিচার্ডসন, রিলে মেরেডিথ, ক্রিস জর্ডন, সন্দীপ ওয়ারিয়রের উপর ভরসা রাখতে পারল না ফ্র্যাঞ্চাইজি। পাঁচবারের চ্যাম্পিয়নরা আস্থা রাখল জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, পীয়ূষ চাওলা, দেওয়াল্ড ব্রেভিস, তিলক ভর্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, রোমারিও শেপার্ড, অর্জুন তেণ্ডুলকর, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা, শ্যামস মুলানি, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল, জেসন বেরেনডর্ফের উপর।

[আরও পড়ুন: কেকেআরে ছাঁটাই শাকিব-শার্দূল-সহ একডজন ক্রিকেটার, নারিনের সঙ্গে ধরে রাখা হল কাদের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement