সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সভায় হামলা চালাল বন্দুকবাজ। গুলি ছুঁয়ে গেল কান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রক্তাক্ত ট্রাম্পের ছবি। তবে জানা গিয়েছে, বিপদমুক্ত রিপাবলিকান নেতা। তবে মারা গিয়েছেন সেখানে উপস্থিত এক ব্যক্তি, যাকে মূল অভিযুক্তর সঙ্গী বলেই মনে করা হচ্ছে। আহত দুজন। খতম বন্দুকবাজও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'আমার বন্ধুর উপরে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।'
জানা গিয়েছে, পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প (Donald Trump)। বক্তৃতা চলাকালীন হঠাৎই তাঁকে দেখা যায় কানে হাত দিতে। তার পরই বিপদ বুঝে তিনি নিচু হয়ে যান। শোনা যায় গুলির শব্দ। দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। সভাস্থলে ছড়িয়ে যায় আতঙ্ক। দ্রুত প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়।
[আরও পড়ুন: পন্টিংয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ দিল্লির, কোচের পদে জল্পনা সৌরভকে নিয়ে]
ট্রাম্প নিজে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। লিখেছেন, 'বুলেট আমার ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে।' সেই সঙ্গেই সেই মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প জানাচ্ছেন, 'আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। আমি একটা শব্দও পেয়েছিলাম। বুলেট আমার ত্বক ছুঁয়ে যেতেই বসে পড়ি। খুব রক্ত পড়ছিল। তখন বুঝতে পারছিলাম ঠিক কী ঘটে গিয়েছে।'
[আরও পড়ুন: ট্রাম্পের জনসভায় প্রাণঘাতী হামলা, কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের]
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তীব্র নিন্দা করেছেন এই হামলার। তিনি জানিয়েছেন, 'আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই।' এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) এক্স হ্যান্ডলে 'বন্ধু'র জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'আমার বন্ধু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে হওয়া হামলা গভীর ভাবে উদ্বিগ্ন। এই হামলার তীব্র নিন্দা করছি। গণতন্ত্র ও রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই. ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। হামলায় নিহত ও আহতদের পরিবার ও মার্কিন নাগরিকদের জন্য আমাদের চিন্তা ও প্রার্থনা রইল।'