সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে পরপর জঙ্গি হামলা৷ মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা৷ হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের৷ আহত ২০ জনের বেশি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান৷ চার সন্দেহভাজনকে ইতিমধ্যে পাকড়াও করেছে পুলিশ৷ সূত্রের খবর, হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা৷ কারণ, সেই সময় তাঁরাও প্রার্থনার জন্য একটি মসজিদে যাচ্ছিলেন৷ প্রশাসনের তৎপরতায় তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট ম্যাচ৷ দেশে ফিরছেন ক্রিকেটাররা৷
[‘গুরুতর অসুস্থ নই, ভালই আছি’, ফের অডিও বার্তা মাসুদ আজহারের]
জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে প্রথমে হামলা চালায় ওই জঙ্গি৷ প্রার্থনা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকে গুলি চালাতে থাকে সে৷ এরপর আরও একটি মসজিদে হামলা চালায় সে৷ হামলাকারীকে পাকড়াও করতে তৎপরতা হয়েছে সেদেশের পুলিশ-প্রশাসন। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তায়। এলাকার সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, হামলার সময় ওই মসজিদের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটর সৌম্য সরকার, ক্রিকেট টিমের ফিজিও মারিও ভিল্লাভারায়ন এবং কম্পিউটার অ্যানালিসিস্ট শ্রীনিবাস। কিন্তু হামলার খবর পেয়ে মাঝপথ থেকেই টিম হোটেলে ফিরে আসেন তাঁরা৷ এখন তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা শুরু করেছে নিউজিল্যান্ড সরকার৷
[শিক্ষককেই ‘শিক্ষা’ দিতে বন্দুক নিয়ে স্কুলে, গ্রেপ্তার অভিভাবক]
হামলার পরেই শোক প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দেরন৷ নিউজিল্যান্ডের সবচেয়ে কলঙ্কিত দিন বলে উল্লেখ করেছেন তিনি৷ ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রাইস্টচার্টের কমিশনার মাইক বুশ৷ তিনি জানান, জঙ্গিকে খতম করতে সর্বতোভাবে চেষ্টা করছে পুলিশ৷ তবে বিপদ এখনও কাটেনি৷
The post নিউজিল্যান্ডের দুই মসজিদে জঙ্গি হামলা, কোনক্রমে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম appeared first on Sangbad Pratidin.