shono
Advertisement

Breaking News

রং রুটে গাড়ি চালানোয় বাধা, ট্রাফিক কনস্টেবলকে বনেটে তুলে পালাল চালক

ভাইরাল ভিডিও। The post রং রুটে গাড়ি চালানোয় বাধা, ট্রাফিক কনস্টেবলকে বনেটে তুলে পালাল চালক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 PM Dec 20, 2018Updated: 07:19 PM Dec 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ সচেতনতা নিয়ে কত না প্রচার করা হয়। রাজ্য, কেন্দ্র সব সরকারই নিজেদের মতো করে সচেতনতার প্রচার করে। কিন্তু আজও দুর্ঘটনায় রাশ টানা যায়নি। কারণ, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব। বলা ভাল, ইচ্ছার অভাব। গুরগাঁওয়ের এই ঘটনা আরও একবার প্রমাণ করে কীভাবে কিছু মুষ্টিমেয় মানুষের গোয়ার্তুমি পথ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

Advertisement

[৬৫ ইঞ্চির টিভি চুরি করতে গিয়ে বেকায়দায় চোর, কী হল জানেন?]

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিল। স্বাভাবিকভাবেই তাঁর পথ আটকান কর্তব্যরত পুলিশ কনস্টেবল। তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু তাতে কর্ণপাত না করেই গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার উপক্রম করছিল চালক। তাকে বাধা দেওয়ার জন্য গাড়ির সামনে গিয়ে রাস্তা আটকে দাঁড়ান ওই ট্রাফিক। কিন্তু তাতেও পরোয়া নেই চালকের। ওই ট্রাফিকের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। ট্রাফিক কনস্টেবলটি বনেটের উপর উঠে কোনওক্রমে প্রাণ বাঁচান। ভিডিওটি আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। কাণ্ড দেখার পর ওই চালকের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা৷ 

[ধূমপানে বিকল শ্বাসঅঙ্গ, প্রাণ বাঁচাবে তামাকের তৈরি ফুসফুস!]

উল্লেখ্য, পথ দুর্ঘটনার হার বিচার করলে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত। ভারতে পথ দুর্ঘটনায় বার্ষিক প্রায় ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়। দৈনিক কমবেশি পাঁচ জনের। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের দেওয়া ২০১৬ সালের রিপোর্টে এই তথ্যের উল্লেখ আছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকারি স্তরে সচেতনতা বাড়ালেই দুর্ঘটনা আটকানো যাবে না। দুর্ঘটনা রুখতে হলে মানসিকতার বদল চাই।

The post রং রুটে গাড়ি চালানোয় বাধা, ট্রাফিক কনস্টেবলকে বনেটে তুলে পালাল চালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার