shono
Advertisement

প্রয়াত বর্ষীয়ান সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ৮২ বছরের বামপন্থী শ্রমিক নেতা। The post প্রয়াত বর্ষীয়ান সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 AM Oct 31, 2019Updated: 09:59 AM Oct 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা তথা প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। আজ সকাল ৬টা নাগাদ, চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বামপন্থী শ্রমিক নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Advertisement

আটের দশকে শ্রমিক সংগঠনের নেতা হিসেবে রাজনীতিতে উত্থান গুরুদাস দাশগুপ্তের। ১৯৮৫ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন। রাজনৈতিক জীবনের একটা দীর্ঘ সময় ধরে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই বামপন্থী নেতা। ২০০১ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসেন। ২০০১ এবং ২০০৪ সালে পাঁশকুড়া থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে ঘাটাল থেকে সিপিআই সাংসদ ছিলেন গুরুদাস দাশগুপ্ত। সংসদে অধিবেশন চলাকালীন নিজের স্পষ্ট, যুক্তিবাদী ভাষণে বহু ক্ষেত্রে কেন্দ্রবিরোধী ভূমিকা নিয়েছেন এই শ্রমিক নেতা। এমনকী ২০১২ সালে মনমোহন সিংয়ের আমলে টুজি কেলেঙ্কারিতে গঠিত যৌথ সংসদীয় কমিটির অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: কড়েয়ার ‘কোটিপতি’ অটোচালক খুন, সন্দেহের তালিকায় দ্বিতীয় স্ত্রী]

দীর্ঘ ১৭ বছর ধরে এআইটিইউসির সাধারণ সম্পাদক পদে থাকার পর ২০১৭ সালের শেষে গুরুদাস দাশগুপ্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেন। সংসদীয় রাজনীতি থেকেও ধীরে ধীরে সরে দাঁড়ান। তখন থেকেই শরীর ভেঙে পড়ছিল। চলতি বছরের আগস্টে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। একবার বাড়িতে পড়ে গিয়েছিলেন। সেসময় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর মাইল্ড স্ট্রোকও হয়েছে। তখন থেকেই পর্যবেক্ষণে ছিলেন। পরের দিকে অবশ্য হাসপাতাল থেকে ফিরিয়ে তাঁকে বাড়িতেই রাখা হয়। ১৯৩৬ সালের নভেম্বরে অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম হয়ে গুরুদাস দাশগুপ্তের। সেখানে স্কুলজীবন শেষ করে চলে আসেন কলকাতায়। আশুতোষ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৬৫ সালে বিয়ে করেন জয়শ্রী দাসকে। 

[আরও পড়ুন: তুবড়ি ফেটে জোড়া বিপদ, উড়ল কিশোরের হাতের অংশ, খোল মাথায় লেগে আহত প্রৌঢ়]

বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে আসে বামপন্থী শ্রমিক মহলে। দলের নেতা, কর্মীরাও শোকস্তব্ধ হয়ে পড়েন। আজ দিনভর গুরুদাস দাশগুপ্তর দেহ থাকবে পিস হাভেনে। শুক্রবার সিপিআই রাজ্য দপ্তরে দেহ আনা হবে।সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর হবে শেষকৃত্য।

The post প্রয়াত বর্ষীয়ান সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত, শোকের ছায়া রাজনৈতিক মহলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার