সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামের (Gurugram) একটি রেস্তরাঁয় খাওয়ার পর মুখশুদ্ধি খেতেই ভয়ংকর কাণ্ড। রক্তবমি শুরু হয় পাঁচ গ্রাহকের। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে রেস্তরাঁ ম্যানেজারকে। কেন রক্তবমি হল ওই গ্রাহকদের?
গুরুগ্রামের সেক্টর ৯০-এ রয়েছে ওই নামকরা রেস্তরাঁটি। গত ২ মার্চ অঙ্কিত কুমার তাঁর স্ত্রী ও বন্ধুদের নিয়ে রেস্তারাঁতে খেতে গিয়েছিলেন। খাওয়াদাওয়ার পর বিল মিটিয়ে মুখশুদ্ধি নেন পাঁচ জনই। অভিযোগ, তখনই অসুস্থ হয়ে পড়েন অঙ্কিত, তাঁর স্ত্রী এবং বন্ধুরা। নিমিষে সকলের মুখ জ্বলতে শুরু করে। শুরু হয় বমি। দেখা যায় বমির সঙ্গে রক্ত বেরোচ্ছে।
[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]
অঙ্কিত অভিযোগ করেন, গ্রাহকরা অসুস্থ হলেও হেলদোল ছিল না রেস্তরাঁ কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে। পাশাপাশি রেস্তারাঁ ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মুখশুদ্ধি সংগ্রহ করে পরীক্ষার করার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]
মুখশুদ্ধি খেয়ে রক্তিবমি হওয়ার কারণও সামনে এসেছে। অঙ্কিতের পরিচত এক চিকিৎসকরা জানিয়েছেন, মুখশুদ্ধির ওই প্যাকেটের ভিতরে ছিল শুকনো বরফ (Dry Ice)। যা এক ধরনের অ্যাসিড। অতিরিক্ত মাত্রায় খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।