shono
Advertisement

দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক

২০০০ জন লাইভ দেখলেও, পুলিশে খবর দিল না কেউ৷ The post দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 AM Aug 01, 2018Updated: 11:46 AM Aug 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তির জের৷ আবারও ফেসবুক লাইভ করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক৷ এবার ঘটনাস্থল দিল্লির উপকন্ঠের গুরুগ্রাম৷ অন্তত ২০০০ জন এই ভিডিও দেখলেও, কেউই পুলিশকে খবর দেননি৷ পরিবারের তরফেও মামলা রুজু করা হয়নি৷  

Advertisement

[বিয়ের প্রস্তাবে রাজি হয়নি পাত্রীপক্ষ, হতাশায় আত্মঘাতী জওয়ান]

আত্মঘাতী যুবক অমিত চৌহান, পতৌদি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরের হেইলি মান্ডি এলাকার বাসিন্দা৷ স্ত্রী প্রীতির সঙ্গে ঝগড়া হয় অমিতের৷ ঝগড়াঝাটির পরই দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে যান স্ত্রী৷ তাতেই ভেঙে পড়েন বছর সাতাশের ওই যুবক৷ একটি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি৷ ফেসবুক লাইভ শুরু করেন অমিত৷ ওই লাইভে অমিত তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়ার কথা জানান৷ সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলেই লাইভে উল্লেখ করেন অমিত৷ এছাড়া ওই ভিডিওটি শেয়ার করার কথাও সবাইকে বলেন তিনি৷ এরপরই সিলিং ফ্যান থেকে গলায় দড়ি ঝুলে পড়েন অমিত৷ অন্তত ২০০০ জন ওই লাইভ দেখলেও, পুলিশকে খবর দেননি কেউই৷

[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]

ঘটনার বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান অমিতের স্ত্রী প্রীতি৷ ওই ঘরেই থাকা টেবিল থেকে অমিতের মোবাইলটিও উদ্ধার করা হয়৷ তবে পরিবারের কেউই পুলিশে খবর দেননি৷ প্রতিবেশীদের থেকে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে শেষকৃত্যর পর অমিতের বাড়িতে পুলিশ পৌঁছায়৷ মৃতের পরিজনরা যদিও এই আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় বলেই দাবি করেছেন৷ পুলিশে খবর না দিয়েই কেন অমিতের শেষকৃত্য করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ৷  

[মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম]

অমিতের ঘর থেকে বেশ কয়েকটি প্রেসক্রিপশন উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশের দাবি, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অমিত৷ রোহতকের পণ্ডিত ভগবত দয়াল শর্মা পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা চলছিল অমিতের৷ গত ছয় মাস ধরে ওষুধও খাচ্ছিলেন তিনি৷ তবে কী কারণে মানসিক অবসাদে ভুগছিলেন অমিত, তা এখনও স্পষ্ট নয়৷

The post দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement