shono
Advertisement

চতুর্থীর রাতেও দুষ্কৃতী দৌরাত্ম্য হাবড়ায়! টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

জখম ব্যবসায়ী কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।
Posted: 09:39 AM Oct 19, 2023Updated: 10:08 AM Oct 19, 2023

অর্ণব দাস, বারাসত: চতুর্থীর রাতে দুষ্কৃতী তাণ্ডব। ছিনতাইয়ে বাধা পেয়ে দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম হলেন ব্যবসায়ী। বুধবার রাত দশটার পর ঘটনাটি ঘটে হাবড়া থানার বনবিবিতলা এলাকায়। স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে দুষ্কৃতী দৌরাত্ম্যে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জখম ব্যবসায়ীর নাম স্বপন সাহা(৪৫)। তাঁর বাঁ পায়ে গুলি লেগেছে। প্রথমে তাঁকে চিকিৎসার জন্য হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে CID তদন্ত নয়, নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের]

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেডিমেট পোশাকের ব্যবসায়ী স্বপন সাহা এদিন বাগজোলা হাটে কেনাবেচা সেরে হাবড়ার বাড়িতে ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিল একটি টাকার ব্যাগ। জমিদারগেট এলাকায় বাইকে করে তিন দুষ্কৃতী এসে সেই ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দেওয়ায় টাকার ব্যাগ ছিনতাই করতে না পেরে দুষ্কৃতীদের একজন গুলি চালায়। গুলি ব্যবসায়ীর বাঁ পায়ে লাগে। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ক্ষিপ্ত হাতির হানায় মৃত দুই বৃদ্ধ, পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার