shono
Advertisement
Hajj 2024

মক্কার 'অগ্নিকুণ্ডে' বলি ৬৮ ভারতীয়, নিখোঁজ অনেকেই!

প্রায় ৫২ ডিগ্রির ভয়ংকর গরমে মক্কায় মৃতের সংখ্যা ৯০০ পেরিয়ে গিয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:42 AM Jun 20, 2024Updated: 02:18 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরবের প্রবিত্র ভূমি মক্কা। প্রায় ৫২ ডিগ্রির ভয়ংকর গরমে হজযাত্রায় (Hajj 2024) গিয়ে সেখানে মৃত্যুয় হয়েছে শয়ে শয়ে পুণ্যার্থীর। যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০-র উপর। মৃতদের মধ্যে রয়েছেন ৬৮ জন ভারতীয়। এখনও খোঁজ মিলছে না বেশ কয়েকজনের। এই খবর নিশ্চিত করেছেন সৌদি আরবের এক কূটনীতিক।  

Advertisement

মঙ্গলবার আরবের প্রশাসন সূত্রে খবর মিলেছিল, তীব্র দাবদাহে মক্কায় হজযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ। গরমের বলি প্রায় ৫৫০ জন। আজ, বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছুঁয়েছে ৯০০ পেরিয়ে গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়। এনিয়ে নামপ্রকাশ্যে অনিচ্ছুক ওই কূটনীতিক সংবাদ সংস্থা এএফপি-কে জানান, "এখনও পর্যন্ত আমরা ৬৮ জন ভারতীয়র মৃত্যুর খবর পেয়েছি। যাঁদের মধ্যে কয়েকজন স্বাভাবিক কারণে প্রাণ হারিয়েছেন। কেউ কেউ আবহাওয়ার জন্য মারা গিয়েছেন। কোনও কোনও মৃত্যু আবার বয়সজনিত কারণে হয়েছে। হজযাত্রায় এসে নিখোঁজও হয়ে গিয়েছেন বেশ কয়েকজন ভারতীয়।" তিনি আরও বলেন, প্রত্যেক বছরই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। গতবছরও পরিস্থিতি কিছুটা একইরকম ছিল।

[আরও পড়ুন: রাফা অভিযান নিয়ে আমেরিকাকে একহাত নেতানিয়াহুর! দূরত্ব বাড়ছে বাইডেনের সঙ্গে?

জানা গিয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই মিশরের। হজে গিয়ে গরমের কারণে অসুস্থ হয়ে মরুদেশের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। এছাড়াও জর্ডনের অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরবের সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। মৃতদেহের ভিড়ে তা কার্যত ভরে গিয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। গরমের পাশাপাশি আরও একাধিক কারণে মোট মৃতের সংখ্যা ৯০০ পেরিয়ে গিয়েছে।

সৌদির জাতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয় যে ওইদিন ২ হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর বিভিন্ন দেশের ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায়। এবার সেটাই আরও ভয়াবহ আকার নিল। এবছর ১৮ লক্ষ মানুষ হজ যাত্রায় অংশ নিয়েছেন। যার মধ্যে ১৬ লক্ষ ভিনদেশের। 

[আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি! ইতিহাস গড়ল থাইল্যান্ড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তীব্র দাবদাহে মক্কায় হজযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শয়ে শয়ে মানুষ। গরমের বলি প্রায় ৯০০-র উপর। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়।
  • মৃতদের মধ্যে রয়েছেন ৬৮ জন ভারতীয়। এখনও খোঁজ মিলছে না বেশ কয়েকজনের।
  • গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে।
Advertisement