shono
Advertisement

Breaking News

জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি

শুক্রবার জামাইষষ্ঠীতে দুপুর দু’টোর পর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ The post জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Jun 08, 2016Updated: 09:15 AM Jun 08, 2016

স্টাফ রিপোর্টার: সরকারি কর্মীদের জন্য আরও একটি অর্ধদিবস ছুটির দিন৷ ছুটি জামাইষষ্ঠী উপলক্ষে৷ গত দু’বছরের মতো এবারও আগামী শুক্রবার জামাইষষ্ঠীতে দুপুর দু’টোর পর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  রাজ্য প্রশাসন৷

Advertisement

নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার জামাইষষ্ঠী৷ ওইদিন দুপুর দু’টোর পর সব সরকারি দফতরে ছুটি ঘোষণা করা হল৷ এই নিয়ে পরপর তিন বছর জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ প্রসঙ্গত, জামাইষষ্ঠী ছাড়াও ১ জুলাই বিধান রায়ের জন্মদিনেও অর্ধদিবস ছুটি ঘোষণা করে রাজ্য৷ তবে এবার যেহেতু সপ্তাহের শেষ কাজের দিনটিতে জামাইষষ্ঠী পড়েছে, তাই ওইদিনটিতে  ক্যাজুয়াল লিভ নিলে পরপর তিনদিন টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা৷ বস্তুত এদিন অর্ধদিবস ছুটির বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে নবান্নে্৷

 

The post জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement