সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাই ষষ্ঠীতে নবান্নের উপহার। নয়া বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মীদের জামাই ষষ্ঠীর আনন্দ দ্বিগুণ। কী উপহার দিল রাজ্য সরকার?
গত কয়েক বছরের মতোই এবারও ১২ জুন অর্থাৎ জামাই ষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দিচ্ছে রাজ্য় সরকার। ফলে সরকারি স্কুল, অফিস 'হাফ ছুটি' হয়ে যাবে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার ২০২১ সালে জামাই ষষ্ঠী উপলক্ষে পূর্ণ দিবস ছুটি দিয়েছিল সরকার। এবার আর তা হচ্ছে না।
[আরও পড়ুন: অভিভাবক হারাল ‘সিনে শহর’, প্রয়াত মিডিয়া টাইকুন রামোজি রাও]
বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার পরই আসে জামাই ষষ্ঠী। জামাইদের আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে ওঠে শ্বশুর-শাশুড়ি। আয়োজন হয় ভূড়িভোজের। কিন্তু জামাই অফিসে ছুটি না পেলে সব আয়োজনই মাটি। তাই অগত্যা আগেভাগে ছুটি নিয়ে রাখতে হয় জামাইদের। আর নয়তো 'এমারজেন্সি' কারণ দেখিয়ে ছুটি নিতে হয়। ফলে অফিসে একেবারে গণছুটির পরিস্থিতি তৈরি হয়। রাজ্য সরকার 'জামাই'দের কথা ভেবে নয়া সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মীরা না হয় 'হাফ' ছুটি পেলেন, বেসরকারি চাকুরে জামাইদের কী হবে?