shono
Advertisement

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

প্রত্যেক পাঁচটি প্রজাতির মধ্যে একটি প্রজাতি এখন বিলুপ্তপ্রায়। The post OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 PM Feb 27, 2017Updated: 01:52 PM Feb 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কালো গণ্ডার বা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, প্রত্যেক পাঁচটি প্রজাতির মধ্যে একটি প্রজাতি বিলুপ্তপ্রায়। আর এই শতাব্দীর শেষেই অর্ধেক প্রাণিজগত বিলুপ্ত হয়ে যাবে। এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহেই ভ্যাটিকান সিটিতে একটি সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় জীববিজ্ঞানীরা। উদ্দেশ্য প্রাণীজগতকে এই বিলুপ্তির হাত থেকে বাঁচানো। সেখানেই একথা জানান হয়েছে।

Advertisement

মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?

জীবজন্তুদের মধ্যে সবথেকে বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার এবং কালো গণ্ডার। গোটা বিশ্বে কালো গণ্ডারের সংখ্যা মাত্র পাঁচ হাজার। কারণ চোরাশিকারীদের লক্ষ্যই থাকে গন্ডারের শিং। যার ওজন প্রায় ৫১ কেজি। এর দামও অনেক বেশি হয়। এছাড়া গণ্ডার এবং বাঘেদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গও চিনের মেডিসিন মার্কেটে বিক্রি করা হয় চড়া দামে। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন এমনও কিছু কিছু উদ্ভিদ বা প্রাণীও রয়েছে, যারা কিনা পৃথিবীর জীবমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কিন্তু অনেকেই তাদের নাম জানে না। এরা মূলত বাতাস থেকে কার্বনের উপাদানগুলিকে শুষে নেয়, মাটির উর্বরতা বাড়িয়ে দেয়। তবে এরাও ধীরে ধীরে বিলুপ্তির পথে।

ট্রাক পিষে দিল দুই খুদে পড়ুয়াকে, অবরোধ করণদিঘিতে

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানী পল এহর্লিচের কথায়, ‘বিশ্বের উন্নতদেশগুলি যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার শুরু করেছে। ফলে বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্র থেকে মাছ তুলে নেওয়া হচ্ছে, প্রবাল দ্বীপগুলোকে ধ্বংস করা হচ্ছে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেকারণেই ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগোচ্ছি আমরা। এখন প্রশ্ন হল এর হাত থেকে বাঁচার উপায় কী?’

জাকির নায়েককে ফের তলব ইডির, এই নিয়ে চতুর্থবার

The post OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement