শান্তনু কর, জলপাইগুড়ি: শ্যালিকার সঙ্গে পরকীয়ার খবর ছড়িয়ে পড়তেই সালিশি সভা বসেছিল গ্রামে। নিদান দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকা দিতে হবে। এর কয়েকঘণ্টার মধ্যেই উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধুপগুড়ির ভেমটিয়া এলাকায়।
জানা গিয়েছে, ধুপগুড়ি ভেমটিয়া এলাকার বাসিন্দা ওই যুবকের নাম মনিকুল রহমান। বছর পাঁচেক আগে পার্শ্ববর্তী কুমলাই পাড়া এলাকার এক যুবতীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। দিন দশেক আগে ওই দম্পতির এক সন্তান হয়। এই পরিস্থিতিতে এলাকায় চাউর হয়ে যায় যে নাবালিকা শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে মনিকুল। এই খবর ছড়িয়ে পড়তেই সালিশি সভার আয়োজন করা হয় গ্রামে। জানা যায়, ওই সালিশি সভায় পঞ্চায়েত প্রধান-সহ সকলে মিলে সিদ্ধান্ত নেন মনিকুল রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এরপর বাড়ি চলে যান ওই যুবক।
[আরও পড়ুন: ‘সংখ্যালঘু ভোট ভাগে বিজেপি টাকা দিয়ে ওদের নির্বাচনে নামিয়েছে’, নাম না করে ISF’কে কটাক্ষ মমতার]
বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের গাছ থেকে উদ্ধার হয় মনিকুলের ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের কথায়, লজ্জা ও টাকা দিতে পারবেন না বলেই আত্মঘাতী হয়েছেন যুবক। স্থানীয় বাসিন্দা মহাবুল ইসলাম জানিয়েছেন, “শ্যালিকার সঙ্গেই সম্পর্ক ছিল মনিকুলের। ঘটনাটি জানাজানি হতেই ২৩ মার্চ সালিশি সভায় দু’ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়।” ওই ব্যক্তি জানিয়েছেন, গতকাল মনিকুল তাঁকে বলেছিলেন শ্যালিকার সঙ্গে আগে সম্পর্ক থাকলেও এখন নেই।