shono
Advertisement

Hangzhou Asian Games 2023: এশিয়ান গেমস থেকে বিদায় নিয়ে বিস্ফোরণ ঘটালেন ইগর স্টিমাচ! কী বললেন?

বড় মন্তব্য করে দিলেন ইগর স্টিমাচ।
Posted: 09:11 PM Sep 28, 2023Updated: 09:11 PM Sep 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমস (Hangzhou Asian Games 2023) থেকে বিদায় নিয়ে ফের একবার বিস্ফোরণ ঘটালেন ইগর স্টিমাচ (Igor Stimac)। সৌদি আরবের (Saudi Arabia) কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল ভারত (India)। মহম্মদ খালি মারানের ((Mohammed Khali Maran) জোড়া গোলে ভারতকে হারাল সৌদি। ২২ বছরের খালি মারানের আবার অন্য একটি পরিচয় আছে। এই তরুণ স্ট্রাইকার আবার আল নাসের এফসি-র (Al Nassr FC) হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে খেলেন। তিনিই দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে গোল করে ভারতের স্বপ্নভঙ্গ ঘটালেন।

Advertisement

এরপর ফের একবার বিস্ফোরণ ঘটান ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার। এআইএফএফ-এর (AIFF) কর্তাদের নাম মুখে না নিয়ে স্টিমাচ বলেছেন, “আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় দলের কোচ হিসাবে নিজের সিদ্ধান্ত নেব। সঠিক মানুষদের সঙ্গে বসে আলোচনা করব। ফুটবল হাউসের কর্তারা জানে আমার কী কী দাবি। মনে রাখবেন আমি কিন্তু টাকার জন্য ভারতে কোচিং করাতে আসিনি।”

[আরও পড়ুন: রোনাল্ডোর সতীর্থর জোড়া গোলে স্বপ্নভঙ্গ, এশিয়ান গেমস থেকে বিদায় নিলেন সুনীলরা]

এশিয়াডে খেলতে আসার আগে নিজের মনের মতো দল পাননি। সেটা নিয়ে স্টিমাচের ক্ষোভ রয়েছে। এই মুখ খুলে আগেই ফেডারেশনের রোষের মুখে পড়েছিলেন সুনীল ছেত্রীদের কোচ। যদিও এদিন এশিয়াড থেকে বিদায় নেওয়ার পর তিনি ফের বলেন, “আগেও বলেছি, আবার বলছি একজোট হয়ে কাজ করলে তবেই আসবে সাফল্য আসবে। এটা সবার আগে মাথায় রাখা উচিত। বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে সাফল্য পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার কিছু পছন্দের ফুটবলার আছে। তাদের নিয়ে কাজ করতে চাই। ওদের ছাড়া কাজ করতে পারব না।”

সৌদি আরবের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ সৌদি আরব। ভারতের থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে। ভারতের সঙ্গে ছয় সাক্ষাতে ২০টি গোল করে ফেলেছে সৌদি। অন্যদিকে ভারতের গোল সংখ্যা মাত্র দুই। এর আগে এশিয়ান গেমসের মঞ্চে ১৯৮২ সালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। দিল্লিতে কোয়ার্টার ফাইনালে এক গোলে জিতেছিল সৌদি। এবারও ফলাফল ভারতের বিরুদ্ধেই গেল। আর এর পরেই নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন জাতীয় দলের কোচ। 

[আরও পড়ুন: Asian Games: তিন ম্যাচে ৩৬ গোল, এশিয়ান গেমসে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে ভারতের হকি দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement