shono
Advertisement

পাঞ্জাবের হয়ে খেলতে চেয়েছিলেন হরভজন, ধারাভাষ্য দেওয়ার সময়ে বেরিয়ে এল ভাজ্জির আক্ষেপ

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনবার আইপিএল খেতাব জিতেছেন ভাজ্জি।
Posted: 08:05 PM Apr 20, 2023Updated: 08:05 PM Apr 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শেষ দু-তিন বছর পাঞ্জাবের হয়ে খেলতে চেয়েছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। নিজেই তা স্বীকার করলেন।

Advertisement

আইপিএলে (IPL) ১৬৩টি ম্যাচ থেকে দেড়শো উইকেটের মালিক ভাজ্জি। মেগা টুর্নামেন্টে বেশিরভাগ সময়ই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে খেলেছেন হরভজন। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিও চাপিয়েছিলেন পাঞ্জাবতনয়। সেই হরভজন এখন ধারাভাষ্যকার। তাঁকেই জিজ্ঞাসা করা হয়, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে তিনি কি খুশি ছিলেন? নাকি পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলতে চেয়েছিলেন?

[আরও পড়ুন: প্রত্যাবর্তনে উজ্জ্বল অধিনায়ক বিরাট, বোলারদের দাপটে পাঞ্জাবকে হারাল আরসিবি]

জাতীয় দলের প্রাক্তন স্পিনার স্বীকার করে নেন, কেরিয়ারের শেষ দু’-তিন বছর তিনি পাঞ্জাব কিংসের হয়েই খেলতে চেয়েছিলেন। হরভজন বলেন, ”পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ আমি পাইনি। কেরিয়ারের শেষ ২-৩ বছর পাঞ্জাব কিংসের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। দলের সুবিধার জন্য নিজের বোলিং দক্ষতা প্রয়োগ করতে চেয়েছিলাম।”

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনবার আইপিএল খেতাব জেতেন হরভজন। শচীন তেন্ডুলকরের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময় এক অন্য ধরনের এনার্জি কাজ করত বলে উল্লেখ করেন হরভজন। ভাজ্জি বলেন, ”মুম্বইয়ের হয়ে যে ১০ বছর খেলেছি, তা স্মরণীয়। দারুণ সব স্মৃতি। মুম্বইয়ের হয়ে আমি তিনটি ট্রফি জিতেছিলাম। সেই মুহূর্তগুলো সারাজীবন মনে থাকবে। মুম্বই ইন্ডিয়ান্স অনেক বড় দল। তার উপরে শচীন তেণ্ডুলকরের সঙ্গে খেলা। এনার্জি লেভেল অন্য এক পর্যায়ে পৌঁছে যেত।” 

[আরও পড়ুন: রিঙ্কুর জন্য পরামর্শ গাভাসকরের, কী বললেন ‘লিটল মাস্টার’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement