সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অবস্থা দেখে বিস্মিত প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।
সবাই কেমন ছাড়া ছাড়া। হারের পরে যে যার মতো ঘুরছেন। এই দৃশ্য চোখ এড়ায়নি হরভজন সিংয়ের। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটারও তো তিনি। ভাজ্জি তাই বলছেন, ''ছবিগুলো দেখে কিন্তু মোটেও ভালো লাগছে না। হার্দিক পাণ্ডিয়া একা হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারদের ওকে অধিনায়ক হিসেবে স্বীকার করে নেওয়া উচিত। সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এখন সবাইকে এককাট্টা হয়ে থাকতে হবে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অতীতে খেলেছি। পরিস্থিতি মোটেও ভালো ঠেকছে না।''
[আরও পড়ুন: বাড়ির পাশে ৮২টি সিসি ক্যামেরা! রাজ্য সরকারের বিরুদ্ধে নজরদারির অভিযোগে হাই কোর্টে অর্জুন]
টানা তিনটি ম্যাচ হেরে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স। দর্শকদের কটাক্ষের মুখোমুথি হতে হচ্ছে পাণ্ডিয়াকে। মুম্বি ইন্ডিয়ান্সের প্রাক্তনীরা এই দৃশ্য মোটেও পছন্দ করছেন না। মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডু বলেছেন, ''যে কোনও ক্যাপ্টেনের জন্যই ভালো পরিস্থিতি নয়।''
তিনি আরও বলেন, ''এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তা আমি বলতে পারব না. কিন্তু দলে এমন কয়েকজন রয়েছে যারা হার্দিককে বিভ্রান্ত করছে বলেই মনে হচ্ছে। সাজঘরের বড় ব্যক্তিত্বরা হার্দিককে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। যে কোনও অধিনায়কের জন্যই মোটেও এটা আদর্শ সময় নয়।''