সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুম্যাচ হেরে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খেলোয়াড়দের কাঁধ ঝুলে যাওয়ার জোগাড়।
নুইয়ে পড়া ড্রেসিংরুমকে জাগানোর কাজ করলেন বিতর্কের কেন্দ্রে থাকা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর সঙ্গে ছিলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)।
তিনিও ক্রিকেটারদের তাতানোর কাজ করলেন। শচীন বললেন, ”২৭৭ রানের পরে দ্বিতীয়ার্ধের ১০ ওভার অতিক্রান্ত হওয়ার পরেও বোঝা যাচ্ছিল না কে ম্যাচটা জিতবে। খেলা তখন জিতে নিতে পারে যে কোনও দলই। বিশাল রানও তখন মনে হচ্ছে করে দেওয়া সম্ভব। একসঙ্গে থাকো, এককাট্টা হয়ে থাকো, আরও কঠিন সময় আসবে টুর্নামেন্টে। আমরা দল হিসেবে ওই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব।”
[আরও পড়ুন: কেন পদত্যাগ করছেন না স্টিমাচ? আফগান ম্যাচে হারের পর প্রশ্ন প্রাক্তনদের]
যাঁকে নিয়ে তুমুল বিতর্ক সেই হার্দিক পাণ্ডিয়া হতাশ ড্রেসিং রুমে প্রাণ ঢেলে দিলেন। তাঁর ভাষণে ক্রিকেটারদের রক্তের গতি বেড়ে গেল। পাণ্ডিয়াকে বলতে শোনা গেল, ”শক্তিশালী সৈন্যরাই সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। এই প্রতিযোগিতায় আমরাই শক্তিশালী দল। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা নিজেদের যে উচ্চতায় নিয়ে গিয়েছি, তার কাছাকাছি একমাত্র পৌঁছতে পারি আমরাই।”
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের কাছে প্রবল মার হজম করেছে মুম্বইয়ের বোলাররা। পাণ্ডিয়া কিন্তু সতীর্থদের পাশে দাঁড়াচ্ছেন। বলছেন, ”আমাদের বোলারদের নিয়ে আমি খুবই গর্বিত। আজকের দিনটা আমাদের পক্ষে ছিল না। তবুও কাউকে পালিয়ে যেতে দেখিনি। প্রত্যেকেই বল করতে চেয়েছিল। আমি মনে করি এটা ভালো দিক।”
খারাপ সময়ে সবাইকে পাশে থাকার ঢাক দিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, ”গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা একে অপরের পাশে থাকব। একে অপরকে সাহায্য করে যাব। খারাপ হোক, খুব খারাপ হোক বা ভালো, আমরা এক হয়েই থাকব।”
টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর শপথ যেন নিয়ে ফেললেন হার্দিক পাণ্ডিয়া।