shono
Advertisement

Breaking News

Hardik Pandya

'ভুল থেকেই শিখতে হবে, মাহি ভাইও শেখাতে পারবে না', নেতৃত্বের ব্যর্থতা নিয়ে সাফাই হার্দিকের

ভুল থেকে শিক্ষা, নাকি পিঠ বাঁচানোর চেষ্টা? প্রশ্ন তুলছেন অনেকেই।
Posted: 10:40 AM May 07, 2024Updated: 01:58 PM May 07, 2024
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে (Mumbai Indians) প্রত্যাবর্তন একেবারেই সুখের হয়নি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। তাঁর অধিনায়কত্বে চলতি আইপিএলে (IPL 2024) নবম স্থানে রয়েছে মুম্বই। প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই প্রায় নেই। এহেন সময়ে নিজের অধিনায়কত্ব নিয়ে হার্দিকের মুখে শোনা গেল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম। 
 
চলতি মরশুমের শুরুতেই গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দলে ফিরেছিলেন তিনি। মুম্বইয়ের অধিনায়কও করা হয় তাঁকে। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। মাঠেও সাফল্য পায়নি মুম্বই। বারবার প্রশ্নের মুখে পড়েছে হার্দিকের নেতৃত্ব। ব্যাটে-বলেও ব্যর্থ হয়েছেন ভারতীয় অলরাউন্ডার। যদিও তিনি নিজে মনে করেন, ভুল থেকেই শিক্ষা নেবেন। 
সেই প্রসঙ্গেই তাঁর মুখে শোনা যায় ধোনির নাম। হার্দিক বলেন, "আমি সবসময় দায়িত্ব নিতে চাই। নিজের কাজ নিজে করায় বিশ্বাসী। তাতে কিছু ভুল হয়। কিন্তু একইসঙ্গে নিজের ব্যর্থতা থেকে অনেক কিছু শেখা যায়। একমাত্র অভিজ্ঞতা থেকেই অধিনায়কত্ব শেখা যায়। এমনকী মাহি ভাই এলেও কিছু শেখাতে পারবে না।" যদিও সোমবার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে তারা।
গুজরাটের অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন হার্দিক। পরের বছরও ফাইনালে ওঠেন তাঁরা। কিন্তু সেবার ধোনির চেন্নাইয়ের কাছেই হারতে হয়। সিএসকে পাঁচবার আইপিএল বিজয়ী। ফলে ব্যর্থতা নিয়ে মাহির সঙ্গে তুলনায় হার্দিক নিজের পিঠ বাঁচাতে চাইছেন বলেই মনে করছেন ভক্তরা।
Advertisement
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ে প্রত্যাবর্তন একেবারেই সুখের হয়নি হার্দিক পাণ্ডিয়ার।
  • তাঁর অধিনায়কত্বে চলতি আইপিএলে নবম স্থানে রয়েছে মুম্বই।
  • এহেন সময়ে নিজের অধিনায়কত্ব নিয়ে হার্দিকের মুখে শোনা গেল মহেন্দ্র সিং ধোনির নাম।
Advertisement