সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আলোচনা থামার নামই নেই। আইপিএল-এর ট্রেন্ড উইনডোতে সবচেয়ে আগ্রহ ছিল টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারকে নিয়ে। কারণ শোনা যাচ্ছিল গুজরাট টাইটান্সকে ট্রফি দেওয়া অধিনায়ক নাকি তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পারেন। কিন্তু ট্রেড উইনডো চলার সময় জানিয়ে দেওয়া হয় যে, হার্দিক গুজরাটেই থাকছেন। তবে সন্ধার দিকে শোনা যায় আরও বড় আপডেট। ক্রোড়পতি লিগে দল বদলের বাজার গরম করে মুম্বইতে নাকি সই করে দিয়েছেন হার্দিক। গুজরাট ছেড়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়ন দলে তিনি নাকি নাম লিখিয়ে ফেলেছেন। গুজরাটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পরই চমক, মুম্বই যাচ্ছেন হার্দিক!
কিন্তু কীভাবে সেটা সম্ভব হল? একটি সর্বভারতীয় ক্রীড়া ওয়েবসাইটের দাবি, ২৬ নভেম্বর মুম্বই ও গুজরাটের কর্তাদের উপস্থিতিতে এই মেগা ট্রান্সফার সম্ভব হয়েছে। আগে শোনা গিয়েছিল, হার্দিককে মুম্বই নিলেও গুজরাট কোনও ক্রিকেটারকে নেবে না। বদলে তারা ১৫ কোটি টাকা নেবে। শেষে মুম্বই টাকা দেওয়ার কথা জানায়। ফলে হার্দিককে ধরে রাখে গুজরাট। এবার হার্দিককে নিতে গেলে ‘প্লেয়ার-টু-প্লেয়ার সোয়াপ’ করতে হবে। অর্থাৎ হার্দিকের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে নিতে হবে গুজরাটকে। এমনটাই শোনা যাচ্ছে।
[আরও পড়ুন: আবারও অধিনায়ক ধোনিই, স্টোকস-রায়ডু-সহ কাদের ছাড়ল চেন্নাই সুপার কিংস?]
আইপিএলের মিনি নিলাম ১৯ ডিসেম্বর। তার আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে তার তালিকা জানানোর শেষ দিন ছিল ২৬ নভেম্বর। তবে আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত তা খোলা থাকবে। মুম্বই হার্দিককে নিতেই পারে। তবে এর বদলে হার্দিকের মানের কোনও ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। নগদ অর্থের বদলে হার্দিককে নেওয়া আর সম্ভব নয়। বাকিটা সময় বলবে।