shono
Advertisement

আইপিএলের অনেক আগেই ফিট হয়ে উঠবেন হার্দিক! কোন সিরিজে ফিরতে পারেন?

হার্দিককে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো অবশ্য করতে চাইছে না বিসিসিআই।
Posted: 11:20 AM Dec 24, 2023Updated: 11:20 AM Dec 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কাটিয়ে দিল বিসিসিআই। বোর্ড সূত্র বলছে, আইপিএলের আগেই সুস্থ হয়ে উঠবেন হার্দিক। এমনকী তার আগের আফগানিস্তান সিরিজেও খেলে দিতে পারেন তিনি। তবে হার্দিকের ফেরা নিয়ে তাড়াহুড়ো করা হবে না।

Advertisement

বোর্ডের (BCCI) এক সূত্র বলছে, হার্দিকের পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে বিসিসিআই। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে। চোট সারিয়ে সুস্থ হওয়ার জন্য হার্দিক খুব পরিশ্রম করছে। বিসিসিআই সূত্রের দাবি, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়কের চোট সারাতে আইপিএল পর্যন্ত সময় লাগার কথা নয়। আফগানিস্তান সিরিজ়ের আগেও হার্দিক সুস্থ হয়ে উঠতে পারেন। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। যে মুহূর্তে তিনি পুরোপুরি সুস্থ হবেন, তাঁকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। তবে তারকা অলরাউন্ডারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড।

[আরও পড়ুন: মোদির কাছে যেতে বাধা, ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং, সরব প্রিয়াঙ্কা]

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আর সেই চোটধাক্কা বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকে ছিটকে দেয় হার্দিককে। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে। আফগানরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এদেশের মাটিতে। সেই সিরিজেই ফিরতে পারেন হার্দিক।

[আরও পড়ুন: সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে মাটি ধরাল বাংলাদেশ, নেপিয়ারে ইতিহাস বাংলার বাঘেদের]

আইপিএল (IPL 2023) নিলামের আগে হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছিল ভারতের ক্রিকেটমহলে। গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে চলে আসেন পাণ্ডিয়া। তাঁর হাতে ওঠে মুম্বইয়ের নেতৃত্বের আর্মব্যান্ডও। তার পর তাঁর ছিটকে যাওয়ার খবরে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছিল মুম্বই শিবিরে। কিন্তু এখন শোনা যাচ্ছে, হার্দিক ফিট হয়ে উঠবেন আইপিএলের আগেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement