সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিচ্ছেদের পর থেকেই শিরোনামে আর জে মাহভাশ। ভারতীয় তারকা স্পিনারের সঙ্গে নাকি প্রেম জমে উঠেছে তাঁর। যদিও দু'জনই প্রকাশ্যে স্পিকটি নট। তবে মাহভাশ যে অনেক ভেবেচিন্তেই নতুন সম্পর্কে জড়াবেন, তা তাঁর কথাতেই স্পষ্ট। কারণ অতীতে ভালোবাসায় এতটাই যন্ত্রণা পেয়েছেন তিনি, যে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনের কথা খুলে বলেন মাহভাশ। তাঁর এককালের প্রেমিক তিন-তিনবার তাঁকে ঠকিয়েছিলেন। মানসিকভাবে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে প্যানিক অ্যাটাক হয়। ভর্তি হতে হয় হাসপাতালে। যন্ত্রণা লঘু করতে দেওয়া হত ইঞ্জেকশন। পারিপার্শ্বিক কথা ভেবে নিজের বেদনার কথা কাউকে জানাতেও পারতেন না।
মাহভাশের কথায়, "১৯ বছর বয়সে মা-বাবার আপত্তি সত্ত্বেও বাগদান সেরেছিলাম। কিন্তু বারবার ঠকে যাওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসি।" সেসব দিন মনে পড়লে আজও অস্বস্তি হয় মাহভাশের। বলছেন, "আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম কোথায় ভুল হল? নিজের উপর আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম।" তবে এই বিচ্ছেদই তাঁকে শক্তিশালী করেছিল। গোটা ঘটনা থেকে শিক্ষা নিয়েই নতুন করে জীবনকে আপন করে নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে মাহভাশ একটি রিল পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমার জীবনে যে পুরুষ আসবে, সে-ই আমার জীবনে একমাত্র পুরুষ হবে। সে-ই আমার বন্ধু, সে-ই বয়ফ্রেন্ড আবার সে-ই স্বামী হবে। আমার জীবন তাকে কেন্দ্র করেই আবর্তিত হবে।” সেই পোস্টে লাইক দিয়েছিলেন চাহাল। ফলে দু'জনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে।