shono
Advertisement

সম্প্রীতির দৃষ্টান্ত, যেখানে রোজা রাখেন হিন্দুরাও

মানুষই চাইলে পারে সব বিভেদ মুছে সম্প্রীতির ছবি আঁকতে৷ The post সম্প্রীতির দৃষ্টান্ত, যেখানে রোজা রাখেন হিন্দুরাও appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 AM Jun 20, 2016Updated: 08:56 PM Jun 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মান্টোর বিশন সিং শেষ পর্যন্ত কিছুতেই মেনে নিতে পারেননি যে তাঁর শহর ‘টোবা টেক সিং’ পাকিস্তান হয়ে গিয়েছে৷ মান্টো তাকে পাগল করে গড়ে তুলেছিলেন৷ দেশভাগের যুক্তি তাই তার মাথায় ঢোকেনি৷ বরং সমস্ত যুদ্ধ তুচ্ছ করে সে দাঁড়িয়েছিল নো ম্যানস ল্যান্ডে৷ বিভেদের কাঁটাতারহীন সেই ভূমির খোঁজ শেষ পর্যন্ত আর দেখা হয়নি৷ দেখা পাওয়া সম্ভবও ছিল না৷ তবু মানুষই চাইলে পারে সব বিভেদ মুছে সম্প্রীতির ছবি আঁকতে৷ ধর্মের বিভেদহীনতার সেই ভূমির ছবিই যেন তুলে ধরছে বারমের ও জয়সলমেরের একাধিক গ্রাম৷

Advertisement

কীভাবে বিভেদ মুছে গিয়েছে এই গ্রামগুলিতে?

সেখানে চলছে রমজান মাস৷ নিয়ম মেনে উপবাস করছেন ওঁরাও৷ দিনে পাঁচবার নমাজও পড়ছেন কেউ কেউ৷ ওঁরা কেউই কিন্তু নন ইসলাম ধর্মালম্বী৷ সকলেই হিন্দু৷ তাতে কী! ভোরের আজান আর শাঁখের শব্দের মধ্যে কোনও ফারাক বোঝেন না এখানকার বাসিন্দারা৷

এ দেশে যেমন দীর্ঘদিন শান্তিতে পাশপাশি বাস করেছে হিন্দু ও ইসলাম ধর্মের মানুষ, তেমনই তুচ্ছ কারণে এক অন্যের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ইতিহাসও কম নেই৷ ধর্মভিত্তিক দেশভাগের রাজনীতি যেন দুই ধর্মের মানুষের বিভাজনকেই আরও জোরদার করে দিয়ে গিয়েছে৷ ধর্মের নামেই যে ভাগাভাগির কাঁটাতার চেপে বসেছিল, সেই বিভেদই স্থায়ী হয়ে বসেছে দুই দেশের বুকে৷ তবু কখনও কখনও এ কাঁটাতার ব্যর্থও হয়৷ কেননা বিভেদের রাজনীতি ভূখণ্ডকে ভাগ করতে পারে, কিন্তু দেশের আত্মায় ভাগ বসাতে পারে না৷ বাহ্যিক নানা বিভেদের ছবিতে এ কথা যেন প্রায় বিশ্বাস করাই দায়৷ কিছু ব্যতিক্রমী ছবি তবু আজও প্রমাণ করে, মানুষ চাইলেই পারে ধর্মের ভেদাভেদকে হারিয়ে দিতে৷ যেমন এই বারমের ও জয়সলমের জেলার গ্রামগুলি৷ এখানে মুসলিমরাও সাগ্রহে অংশ নেন দীপাবলী অনুষ্ঠানে৷ অংশ নেন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানেও৷ আলাদা ধর্মের অনুষ্ঠান বলে বিন্দুমাত্র সংকোচ রাখেন না তাঁরা৷ প্রত্যুত্তরে হিন্দুরাও রোজা রাখেন৷ একেবারে নিজস্ব বিশ্বাস থেকেই রমজান মাসের এ রীতি পালন করেন তাঁরা৷ এমনকী কেউ কেউ পাঁচ দফা নমাজও পড়েন৷

কোনও দেখনদারির মনোভাব থেকে কিন্তু কেউ এ কাজ করেন না৷ এই গ্রামের সরল হিন্দু ও মুসলিম গ্রামবাসীরা জানান, দীপাবলী হোক বা রমজান, কোনওটা যে অন্য ধর্মের উৎসব এভাবে দেখতে অভ্যস্তই নন তাঁরা৷ দেশভাগের পর অধুনা পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে বহু হিন্দু পরিবার এখানে এসেছেন৷ তাই সাংস্কৃতিক আদান-প্রদানের ছবিটিও এখানে জোরদার৷ এ দেশে বৈচিত্রের মধ্যে ঐক্য যে স্রেফ কথার কথা নয় এই গ্রামগুলিই তা আজও প্রমাণ করে৷ কে জানে, আজ হয়ত এরকম গ্রামেই ‘পাগল’ বিশন সিং থেকে যেতে চাইত কি না!

 

The post সম্প্রীতির দৃষ্টান্ত, যেখানে রোজা রাখেন হিন্দুরাও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement