অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: তিনি দার্জিলিং কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে জনসংযোগে। শিলিগুড়িতে দলীয় বিধায়কের পাড়াতেই রবিবার দেখা গেল প্রাক্তন সেই আমলা হর্ষবর্ধন শ্রিংলাকে। অথচ তাঁর সঙ্গে নেই বিধায়ক শঙ্কর ঘোষ। এমনকি শঙ্করবাবু আগেও যা বলেছিলেন, এদিনও তার পুনরাবৃত্তি করে বলে দিলেন, ‘‘কে কোথায় জনসংযোগ করছেন আমার জানা নেই।’’ উল্লেখ্য, আগেই বর্তমান সাংসদ রাজু বিস্তার ফের প্রার্থী হওয়ার পক্ষে ব্যাট ধরেছিলেন শিলিগুড়ির বিধায়ক। ফলে দলেই ঝামেলা চরমে।
কয়েকদিন ধরেই, শিলিগুড়িতে একাধিক জায়গায় হর্ষবর্ধন শ্রিংলার কর্মসূচি চলছে দলের একাংশকে নিয়ে। যেখানে জনসংযোগে শ্রিংলার নিজের পক্ষে দেওয়া ভূমিপুত্রের যুক্তিকেও কটাক্ষ করেছিলেন শঙ্করবাবু। এবারে সেই বিধায়কের বাড়ির এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে ফের একবার জনসংযোগে দেখা গেল প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে। শুধু তাই নয় এলাকাতে গিয়ে পরিবর্তনের প্রসঙ্গ টেনে একপ্রকার দার্জিলিং লোকসভা কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার ইঙ্গিতও দেন তিনি। যদিও তাঁর এই জনসংযোগকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না বিজেপি নিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, পদ্ম প্রতীক দল যাকে দেবে তিনিও তাঁর হয়ে কাজ করবেন। কে কোথায় কী জনসংযোগ করল তা নিয়ে ভাবছেন না তিনি।
[আরও পড়ুন: বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে সজোরে ঘুসি যাত্রীর! ভাইরাল ভিডিও]
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জনসংযোগ করছেন হর্ষবর্ধন শ্রিংলা। মুখে না বললেও তিনি যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে আগ্রহী, তা স্পষ্ট। রবিবার সমাজসেবামূলক একটি কর্মসূচিতে অংশ নিতে বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির এলাকা বেছে নিয়েছিলেন প্রাক্তন বিদেশ সচিব। এখানেই পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন শ্রিংলা। তাহলে কি তিনি দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিবর্তনের কথা বলছেন? তবে, এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি তিনি। তাঁর দাবি, তিনি রাজনীতির কথা বলছেন না। উন্নয়নের কথা বলছেন। শিলিগুড়িকে স্মার্ট সিটিতে পরিবর্তন করার কথা বলছেন। মাটির নিচে দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কথা বলছেন। তবে তাঁর কথা অন্য ইঙ্গিত বহন করছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিনি বলেন, “কারও বিরোধিতা না করে সকলের সঙ্গে উন্নয়ের জন্য আশানুরূপ পরিবর্তন করা উচিত। শহরের মানুষের সকল ধরনের ভালো ও উন্নত জীবনযাত্রার পরিবর্তন হওয়া দরকার।”
অন্যদিকে, শঙ্করবাবু বলেন, “আমি আমার বাড়ির এলাকাতে কোনো কর্মসূচি প্রসঙ্গে জানা নেই। জি-২০ এর আগে তিনি যে শিলিগুড়ির মানুষ আমি তাই জানতাম না। আগেও বলেছি এখনও বলছি বর্তমানে আমাদের সাংসদ যে আছেন তাঁর কাজ অত্যন্ত ভালো।” অন্যদিকে, জনসংযোগে পিছিয়ে নেই বর্তমান সাংসদ রাজু বিস্তাও। এদিন মিলন মোড় এলাকাতে একটি ক্লাবের দ্বারা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে মাঠে যান তিনি। এলাকাবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। বিজয়ীদের হাতে তুলে দেন পুরষ্কার সাংসদ।