shono
Advertisement
Haryana and J&K Result

Haryana and J&K Result LIVE UPDATE: হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন নায়াব সিং সাইনিই, দাবি সূত্রের

Published By: Anwesha AdhikaryPosted: 08:32 AM Oct 08, 2024Updated: 04:57 PM Oct 08, 2024

৩৭০ ধারা বিলোপ হওয়ার পরে প্রথমবার বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে।  ১০ বছর পরে বিধানসভা নির্বাচনে জিতে জম্মু-কাশ্মীরে সরকার গড়বে কে? বুথ ফেরত সমীক্ষা বলছে, ক্ষমতায় আসতে চলেছে এনসি ও কংগ্রেসের জোট অর্থাৎ ইন্ডিয়া জোট। অন্যদিকে, হরিয়ানায় এককভাবে সরকার গড়ার পথে কংগ্রেস, এমনটাই দাবি করা হয়েছে এক্সিট পোলে। মঙ্গলবার ভোটগণনার পরে শেষ হাসি হাসবে কে? বিজেপির ফলাফলই বা কেমন হবে? রইল দুই রাজ্যের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট। 

Advertisement

বিকাল ৪.৫০টে: কুলগাম কেন্দ্র থেকে জিতলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামি। 
বিকেল ৪টে:
হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন নায়াব সিং সাহানিই। খবর বিজেপি সূত্রের। 

দুপুর ২:৪৫ জম্মু-কাশ্মীরে খাতা খুলল আপ। ডোডা কেন্দ্রে জয়ী হয়েছেন মেহরাজ মালিক। 

দুপুর ২:৩০ ভিনেশ ফোগাটের জয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতির দাবি, "ভিনেশ যদি নির্বাচনে জিততে আমার নাম ব্যবহার করে থাকে, তাহলে ওকে সাহায্য করতে পেরে আমি খুশি।"  

দুপুর ২ জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন ওমর আবদুল্লা, জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুখ আবদুল্লা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪১টি আসনে এগিয়ে আবদুল্লার দল। তার মধ্যে ৮টি আসনে জিতে গিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থীরা। 

দুপুর ১:৪৫ জুলানা কেন্দ্র থেকে জয়ী ভিনেশ ফোগাট। তবে হরিয়ানায় ক্রমেই পিছিয়ে পড়ছে কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪৮ আসনে এগিয়ে বিজেপি। তার মধ্যে তিনটি আসনে জিতেছে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৩৭ আসনে। 

দুপুর ১:৩০ হরিয়ানায় একটিও আসনে এগোতে পারেনি আপ। কিন্তু সকলকে চমকে দিয়ে জম্মু-কাশ্মীরে প্রথমবার জয়ের মুখ দেখতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ডোডা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন মেহরাজ মালিক। 

দুপুর ১:১৫ হরিয়ানার নুহ কেন্দ্রে জিতল কংগ্রেস। ৯১ হাজার ভোটে জিতেছেন হাত শিবিরের প্রার্থী আফতাব আহমেদ। অন্যদিকে, ২০২৩ সালে নুহতে সাম্প্রদায়িক হিংসার অন্যতম অভিযুক্ত তথা কংগ্রেস প্রার্থী মাম্মান খান এগিয়ে রয়েছেন ফিরোজপুর ঝিরকা কেন্দ্র থেকে। 

দুপুর ১২:৫৫ হরিয়ানায় জয়ের গন্ধ পেয়েই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ভিড় জমানোর পরিকল্পনা করছেন গেরুয়া শিবিরের কর্মীরা। অন্যদিকে শ্রীনগরে উচ্ছ্বাসে মেতেছেন ন্যাশনাল কনফারেন্সের কর্মীরা।  

দুপুর ১২:৪৫ হরিয়ানার ফল প্রকাশ এবং ওয়েবসাইটে আপলোড করতে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে, এই মর্মে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। উল্লেখ্য, সকাল ৮টায় গণনা শুরুর পরে হরিয়ানায় মাত্র সাত রাউন্ড গণনা হয়েছে। মোট ২০ রাউন্ড গণনা হবে সেরাজ্যে। অন্যদিকে কাশ্মীরে ১৩ রাউন্ডের মধ্যে ১০ রাউন্ড গণনা শেষ। ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে চার প্রার্থীকে। 

দুপুর ১২:১৫ জম্মু-কাশ্মীরে একটি করে আসন জিতে নিল বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্স। গুরেজ কেন্দ্রে জয়ী হয়েছেন এনসি প্রার্থী। বাশোলি কেন্দ্রে জয়ী গেরুয়া শিবির। অন্যদিকে হরিয়ানায় ৪৮ আসনে এগিয়ে বিজেপি। ৩৬ আসনে এগিয়ে কংগ্রেস। 

দুপুর ১২ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ভিনেশ ফোগাটের। জুলানা কেন্দ্র থেকে ৪ হাজার ভোটে এগিয়ে গেলেন প্রাক্তন কুস্তিগির। 

সকাল ১১:৫৫ গান্দেরবাল এবং বাদগাম, দুই কেন্দ্রেই জিতছেন ওমর আবদুল্লা। দুরু কেন্দ্রে এগিয়ে রয়েছেন বাংলার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর। 

সকাল ১১:৪৫ কুলগাম কেন্দ্র থেকে ৬ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে সিপিএম নেতা ইউসুফ তারিগামি। গত দুই বিধানসভা নির্বাচনে অত্যন্ত সামান্য ব্যবধানে জিতেছিলেন তিনি। 

সকাল ১১:৩০ হার মেনে নিলেন মেহবুবা মুফতির কন্যা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইলতিজা মেহবুবা মুফতি জানান, জনাদেশ মাথা পেতে নিচ্ছেন তিনি। তবে সরকারিভাবে এখনও শ্রীগুফওয়াড়া-বিজবেহরা কেন্দ্রের ফল ঘোষণা হয়নি। তবে ন্যাশনাল কনফারেন্সের বশির শাহর বিরুদ্ধে পিছিয়ে মেহবুবাকন্যা। 

সকাল ১১:১৫ কাশ্মীরের নৌশেরা কেন্দ্র থেকে পিছিয়ে জম্মু-কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়না। পঞ্চম রাউন্ডের গণনা শেষে জম্মু-কাশ্মীরে ৫০টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট। বিজেপি এগিয়ে ২৫টি আসনে। 

সকাল ১০:৫০ হরিয়ানায় কংগ্রেস পিছিয়ে থাকলেও জম্মু-কাশ্মীরে এগিয়ে ইন্ডিয়া জোট। ৯০ আসনের বিধানসভায় ৪৬ আসনে এগিয়ে জোটের প্রার্থীরা। বিজেপি এগিয়ে ২৮টি আসনে। সূত্রের খবর, ভোটগণনার মধ্যেই দলের সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  

সকাল ১০:৪০ হরিয়ানার জুলানা কেন্দ্র থেকে তিন হাজার ভোটে পিছিয়ে ভিনেশ ফোগাট। তবু সেরাজ্যে সরকার গঠন নিয়ে আশাবাদী কংগ্রেস। চার রাউন্ড গণনার শেষে  ৪৯ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩৫ আসনে। 

সকাল ১০:২০ হরিয়ানায় পিছিয়ে পড়তেই দিল্লিতে কংগ্রেসের দপ্তরে বন্ধ হল সেলিব্রেশন। অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেরাজ্যে সরকার গঠনের হ্যাটট্রিক করবে বিজেপি। 

সকাল ১০:১০ হরিয়ানার জুলানা কেন্দ্র থেকে এগিয়ে কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট। তবে এক্সিট পোলকে ভুল প্রমাণ করে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ৪৬টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এগিয়ে ৩৮টি আসনে। 

সকাল ১০ জম্মু-কাশ্মীরে ২৩টি আসনে এগিয়ে গেল বিজেপি। অন্যদিকে ৫২ টি আসনে এগিয়ে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্সের জোট। হরিয়ানায় গেরুয়া শিবিরের প্রার্থীরা এগিয়ে ৪৪ আসনে, কংগ্রেস এগিয়ে ৪১ আসনে। 

সকাল ৯:৫০ হরিয়ানায় ম্যাজিক ফিগার আসনে এগিয়ে গেল বিজেপি। ৪৭ টি আসনে এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থীরা। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৪০টি আসনে। যদিও এক্সিট পোলের পূর্বাভাস ছিল, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৪৯ থেকে ৬৪টি আসনে জিততে পারে কংগ্রেস। গণনাকেন্দ্রে হাজির হয়েছেন হরিয়ানার তারকা প্রার্থী, প্রাক্তন কুস্তিগির ভিনেশ ফোগাট।

 

সকাল ৯:৪০ জম্মু-কাশ্মীরের উলটো ছবি হরিয়ানায়। প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে বিজেপি। ৩০টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। তবে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে কংগ্রেস। ২৮টি আসনে এগিয়ে হাত শিবিরের প্রার্থীরা। এগিয়ে রয়েছেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা।  

সকাল ৯:৩০ জম্মু-কাশ্মীরের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিজেপির রবিন্দর রায়নাও এগিয়ে। তবে পিছিয়ে পড়েছেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা।  

সকাল ৯: জম্মু-কাশ্মীরে সরকার গঠনের পথে একধাপ এগোল ইন্ডিয়া জোট। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৪৯টি আসনে এগিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট। অন্যদিকে বিজেপি এগিয়ে মাত্র ৮টি আসনে।

সকাল ৮:৩০ ভোটগণনা শুরুর আগেই দেশজুড়ে উৎসবে মেতে উঠলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। দিল্লিতে দলের সদর দপ্তরের সামনে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন হাত শিবিরের কর্মীরা। বিশেষ ডিজাইনের টি-শার্ট পরে ঢোল বাজিয়ে সেলিব্রেশন শুরু করেছেন তাঁরা।  

সকাল ৮ কড়া নিরাপত্তার মধ্যে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে শুরু হল ভোটগণনা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement