সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন প্রভাস (Prabhas)। দেশজুড়ে অভিনেতাকে বয়কটের ডাক উঠেছিল সেসময়ে। এবার সেই সুপারস্টারই কিনা রামমন্দিরে ৫০ কোটি টাকা দান করলেন? দিন কয়েক ধরেই এই খবর সোশাল মিডিয়ায় ঘুরছে। যার জেরে আবারও ‘রাম’ নামে সংবাদের শিরোনামে দক্ষিণী সুপারস্টার।
শোনা গিয়েছে, ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের যাবতীয় খাবারের খরচ নাকি প্রভাস নিজে বহন করছেন। যদিও এদিনের অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার আদৌ আমন্ত্রিত কিনা, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। ‘আদিপুরুষ’ বিতর্কের পর একাধিক হিন্দু সংগঠনের রোষানলে পড়তে হয়েছিল প্রভাসকে। রজনীকান্ত, চিরঞ্জিবী, রাম চরণ, ধনুষ-সহ একাধিক দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা আমন্ত্রিত রয়েছেন আগামী ২২ জানুয়ারি। সেখানে গত বছরের ‘আদিপুরুষ’ বিতর্কের জেরেই প্রভাসকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, তা নিয়ে ধন্দে অনুরাগীরা। কিন্তু সেই ঘটনার ড্যামেজ কন্ট্রোল করতেই কি রামমন্দিরে ৫০ কোটি টাকা দান করেছেন প্রভাস? জল্পনার আবহেই মুখ খুললেন অভিনেতা।
[আরও পড়ুন: ‘মোদি সাক্ষাৎ দেবদূত, দেশ সামলাতে ওঁর মতো সাধু দরকার’, ভজনে রামভক্তির প্রচার কৈলাস খেরের]
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে প্রভাস জানিয়েছেন, “এই খবর সর্বৈব মিথ্যে। রটনা ছাড়া আর কিছু নয়।” অভিনেতা আপাতত ‘সালার: পার্ট ওয়ান’ সাফল্যে মজে। যে ছবি গত বছর ২২ ডিসেম্বর রিলিজ করেছিল। পনেরো দিনেই ৭০০ কোটি পেরিয়েছিল এই সিনেমা। খুব শিগগিরিই ‘সালার’-এর দ্বিতীয় পার্টের শুট শুরু করবেন তিনি।