shono
Advertisement

৫০ বছর পর দেখা, উত্তাল দিনের বান্ধবীকে জড়িয়ে ধরলেন হাসিনা

হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গিয়েছিলেন নাজমা।
Posted: 02:39 PM Jan 04, 2019Updated: 02:39 PM Jan 04, 2019
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সুকুমার সরকার, ঢাকা: আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে আগামী সোমবার। দেশের মানুষ কীভাবে ভাল থাকবে সেই চিন্তা নিয়ে সবসময় ব্যতিব্যস্ত থাকেন বঙ্গবন্ধু কন্যা। এই ব্যস্ততার ফাঁকেই তিনি পেয়ে গেলেন তাঁর পুরনো বন্ধুকে। মুক্তিযুদ্ধের দিনগুলিতে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে একসঙ্গে লড়েছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এমন একজন পুরনো বন্ধুর দেখা পেলেন তিনি। মনটা ভাল হয়ে গেল তাঁর। বহু দিন পর সেই সময়ের বাম ঘেঁষা ছাত্র ইউনিয়ন নেত্রী নাজমা শামসকে পেয়ে তাই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

জাতীয় নির্বাচনে আওয়ামি লিগের নিরঙ্কুশ জয়ে দলের সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে ঢাকার গণভবনে গিয়েছিলেন বাংলাদেশ স্কাউটসের গার্লস ইন স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক নাজমা। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলিগ থেকে ইডেন কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা। ওই নির্বাচনেই নাজমা শামস সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাত্র ইউনিয়ন থেকে। রাজনৈতিক মতভেদ থাকলেও পরে দু’জনের সম্পর্ক এগিয়ে চলেছে বন্ধুত্বের হাত ধরে। তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক-সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এলেও শেখ হাসিনার বিশেষ দৃষ্টি যায় নাজমা শামসের দিকে। পুরনো দিনের বন্ধুকে হাসিমুখে আলিঙ্গন করেন চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলা হাসিনা। দুই বন্ধুর সাক্ষাতে প্রাণোচ্ছ্বল শেখ হাসিনার সামনে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাজমা শামসও। দু’জনে একসঙ্গে ছবি তোলেন, গল্পে মেতে ওঠেন, ফিরে যান ৫০ বছর আগের স্মৃতিতে।

তাঁদের এই আনন্দঘন সাক্ষাৎ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি লিখেছেন, উত্তাল দিনগুলোতে রাজপথে ছিলেন একসঙ্গে। রাজনীতির আদর্শের মতপার্থক্য ছিল। তা সত্ত্বেও দেশের স্বাধীনতার প্রশ্নে কাঁধে কাঁধ মিলিয়ে পাক দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছেন। সেই সম্পর্ক এখনও অটুট আছে। কৈশোরের সেই দিনগুলোতে বারবার ফিরে যান। কী রকম ছিল সেই আন্দোলনের দিনগুলি, সেই সময়ের ছাত্র রাজনীতিসহ নানা খুনসুটিতে মেতে ওঠেন দুই বন্ধু। একাদশ সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর বৃহস্পতিবার সকালে সাংসদ হিসেবে শপথ ও সংসদ নেতা নির্বাচিত হয়ে বিকালে রাষ্ট্রপ্রধান মহম্মদ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় বঙ্গভবনে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

[নির্বাচনে বাজেয়াপ্ত জামানত ফেরত পেতে আদালতের দ্বারস্থ হিরো আলম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার