shono
Advertisement

আসল নামে শপথ নিতে হবে যোগীকে, মামলা করে লক্ষ টাকা জরিমানা গুনলেন ব্যক্তি

মামলা খারিজ করল এলাহাবাদ হাই কোর্ট।
Posted: 02:21 PM Apr 26, 2022Updated: 03:02 PM Apr 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসল নাম অজয় সিং বিস্ত। গোরক্ষনাথ মন্দিরের তৎকালীন মোহন্ত তাঁকে দিক্ষা দেন। এরপরেই নাম হয় যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বর্তমান মুখ্যমন্ত্রী, মোদি-শাহর পর দেশে গেরুয়া শিবিরের সবচেয়ে বড় মুখ। সেই যোগীর আসল নামের প্রসঙ্গ টেনে মামলা করে বিপদে পড়লেন এক ব্যক্তি। ক’দিন আগে এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) একটি জনস্বার্থ মামলা করেন ওই ব্যক্তি। দাবি করেন, নতুন করে আসল নামে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে বলা হোক যোগীকে। সোমবার এই মামলা খারিজ করে দিল হাই কোর্ট। এইসঙ্গে উপযুক্ত কারণ ছাড়া জনস্বার্থ মামলা করায় ১ লক্ষ টাকা জরিমানা হয়েছে ওই ব্যক্তির।

Advertisement

জানা গিয়েছে, যোগীর নাম বিভ্রান্তির প্রসঙ্গ টেনে এলাহাবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলাটি করেন দিল্লির বাসিন্দা নমাহা নামের ওই ব্যক্তি। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর একাধিক নামের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে জনতার মধ্যে। বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন নাম ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নমাহা জানান, কয়েকটি ডিজিটাল প্লাটফর্মে অন্য নামে অ্যাকাউন্ট রয়েছে যোগীর। এটা যাতে না হয় তা দেখা উচিত রাজ্য সরকারের। সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত।

[আরও পড়ুন: একশো দিনের কাজে চার হাজার কোটির মজুরি বকেয়া, কেন্দ্রের উপরে চাপ বাড়াচ্ছে বিরোধীরা]

এদিন হাই কোর্টে রাজ্য সরকারের পক্ষে শুনানিতে আইনজীবী মনীশ গোয়েল বলেন, “এই মামলা কোনও মুখ্যমন্ত্রীর উদ্দেশে নয়, বরং ব্যক্তি বিশেষের বিরুদ্ধে করা হয়েছে। আর আইন অনুযায়ী ব্যক্তি বিশেষের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা যায় না। বোঝাই যাচ্ছে যে জনস্বার্থে নয়, বরং আবেদনকারী আত্মপ্রচারের জন্য এই মামলা করেছেন।” যদিও একথা মানতে চাননি মামলাকারীর আইনজীবী।

[আরও পড়ুন: এবার কোভিড টিকা পাবে শিশুরাও, ৬-১২ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র DCGI’র]

তবে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম-বিভ্রান্তি নিয়ে মামলা করে অস্বস্তিতেই পড়তে হয় ওই ব্যক্তিকে। সোমবার হাই কোর্টের দুই বিচারপতি মামলা খারিজ করে দেন। পাশাপাশি উপযুক্ত কারণ ছাড়াই জনস্বার্থ মামলা করায় মামলাকারীর বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement