সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (USA) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) “পাগল” হয়ে গিয়েছেন। “দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন তিনি।” তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে বাইডেনকে ‘বোবা’, ‘পাগল’ এবং ‘অযোগ্য’ বলে গালমন্দ করেন ট্রাম্প। যা নিয়ে বিরাট শোরগোল শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, “কূট জো বাইডেন কেবল বোবা এবং অযোগ্য নয়। আমার বিশ্বাস তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।(ওঁর) পরিবেশ, সীমান্ত এবং অস্ত্র নীতি দেশকে ভয়ংকর ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই লোকটার মানসিক সমস্যা আমাদের দেশকে নরকের দিকে নিয়ে যাচ্ছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে গিয়ে শেষ হবে।”
[আরও পড়ুন: চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের নকশা তাঁর তৈরি! ভুয়ো দাবির জেরে গ্রেপ্তার গুজরাটের যুবক]
প্রসঙ্গত, নির্বাচনে কারচুপির মামলায় ট্রাম্পকে অভিযুক্ত সাব্যস্ত করে জর্জিয়ার আদালত। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়। আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করবেন ট্রাম্প, তা আগেই জানা ছিল। সেই মতোই বৃহস্পতিবার আদালতে পৌঁছে যান তিনি। গ্রেপ্তার হন। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পান। কিন্তু জামিন পাওয়ার আগেই অন্যান্য অভিযুক্তের মতো একটি তথ্য সংবলিত ছবি তুলে ফেলা হয় ট্রাম্পের।