শাহজাদ হোসেন, জঙ্গিপুর: ক্লাস রুমে ঢুকে অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। এমনকী, ক্লাসে ঢুকে পড়ুয়াদের হেনস্তা করার অভিযোগ উঠল স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সরদারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান ও বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]
অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল চত্বরে। কিন্তু শনিবার স্কুল এসে হঠাৎই ছুরি-সহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাতে শুরু করেন প্রধান শিক্ষক। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন অভিভাবকরা। তার পরেই অভিযুক্ত শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অবিলম্বে ওই শিক্ষককে বরখাস্ত অথবা বদলির দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
এ প্রসঙ্গে ধুলিয়ান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক হোসনেয়ারা খাতুন বলেন, “বেশকিছু দিন আগেই প্রধান শিক্ষকের বিভিন্ন রকম অসংলগ্ন আচরণের বিষয়টি সহকারী শিক্ষকরা আমাকে জানিয়েছিলেন। তার পর আমি গত ১২ তারিখ ভিজিট করে ওই প্রধান শিক্ষককে সতর্ক করেছিলাম এবং ১৬ ফেব্রুয়ারি ওই প্রধান শিক্ষককে লিখিতভাবে সতর্ক করা হয়। কিন্তু হঠাৎ আজ উনি কেন এমনটা করলেন তা স্পষ্ট নয়। মানসিক ভারসাম্যহীন কি না তাও স্পষ্ট নয়।”