সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৃহযুদ্ধে রক্তাক্ত আফগানিস্তান (Afghanistan)। ‘খিলাফত’ স্থাপনের চেষ্টায় এবার আফগান সরকারের প্রতিনিধিদের নিশানা করছে জেহাদিরা। এমন সংকট কালে এবার আফগান সরকারের সংবাদমাধ্যম বিভাগের প্রধানকে হত্যা করল তালিবান। এমনটাই খবর সংবাদ সংস্থা এএফপি সূত্রে।
[আরও পড়ুন: Afghanistan: হেলমন্দ প্রদেশে তালিবানের ডেরায় অগ্নিবৃষ্টি আফগান যুদ্ধবিমানের]
আফগান সরকারের অন্যতম মুখ দাওয়া খান মেলাপালের হত্যার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাবুলে (Kabul)। এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতি জারি করেছে জেহাদি সংগঠনটি। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য, “একটি হামলায় তাকে খতম করেছে মুজাহিদরা।” বলে রাখা ভাল, বিমান হানার পালটা সরকারি আধিকারিক ও আমলাদেরকে নিশানা করার হুমকি দিয়েছিল তালিবান (Taliban)। ফলে হামলার ভয় ছিলই। এবার সেই আশঙ্কা বাস্তবরে পরিণত হল। এই বিষয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মিরওয়াইস স্তানিকজাই বলেন, “দুর্ভাগ্যবশত বর্বর জঙ্গির এক দেশভক্ত আফগানকে হত্যা করেছে।”
এদিকে, আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মিরওয়াইস স্তানিকজাই বলেন, “দুর্ভাগ্যবশত বর্বর জঙ্গির এক দেশভক্ত আফগানকে হত্যা করেছে।” এদিকে, গত ২৪ ঘণ্টায় হেলমন্দ প্রদেশের রাজধানী লস্করগাহ শহরে প্রচণ্ড বোমাবর্ষণ করে আফগানিস্তানের বায়ুসেনা। ওই হামলায় ৯০ জন তালিবান ও আল কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। শুক্রবার আফগান বিদেশমন্ত্রকের মুখপাত্র ফাওয়াদ আমান টুইটারে জানিয়েছেন, সরকারি বাহিনীর হামলায় হেলমন্দ প্রদেশে তালিবানের ‘রেড ইউনিট’ কমান্ডার মওলাই মুবারাক নিহত হয়েছে।