সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি রীতি অনুযায়ী কালো রোব ও কালো টুপি পরে পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠান আর নয়। এখন থেকে ডাক্তারি পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানে পরতে হবে ভারতীয় পোশাক। শুক্রবার এই মর্মেই দেশের সমস্ত কেন্দ্র পরিচালিত মেডিক্যাল কলেজকে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার। ওই পোশাক 'পাশ্চাত্য সংস্কৃতি'র বাহক এমনটাই অভিযোগ তুলে বাতিল করা হচ্ছে সমাবর্তনের চিরাচরিত পোশাক।
সূত্রের খবর, এই মর্মে কেন্দ্র পরিচালিত দেশের সব মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধানকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যেখানে জানানো হয়েছে, "স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা মেডিক্যাল প্রতিষ্ঠানগুলির সমাবর্তনে পড়ুয়াদের কালো পোশাক এবং কালো টুপি পরার রীতি রয়েছে। এই পোশাকের উৎস মধ্যযুগের ইউরোপ। ব্রিটিশরা তাঁদের উপনিবেশগুলিতে এই পোশাক চালু করেছিল। ফলে এই রীতি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের উত্তরাধিকার বহন করে, এহেন রীতি বদল হওয়া প্রয়োজন।"
[আরও পড়ুন: দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী, তালিকায় কত নম্বরে মমতা?]
এই বিষয়টিকে মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশ্চাত্য ধারা বহনকারী কালো পোশাক বদলে ফেলে এমস-সহ বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠান সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশেষ ভারতীয় পোশাকের নকশা তৈরি করবে। বিভিন্ন রাজ্যে সেই পোশাক বিভিন্ন রকম হতে পারে। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী পোশাক নির্দিষ্ট করা হবে। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে বিবেচনা করে নতুন ধরনের ভারতীয় পোশাকের প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রককে জমা দিতে বলা হয়েছে।
[আরও পড়ুন: বিজেপিতে মোদির উত্তরসূরি কে? কী বলছে সমীক্ষা?]
উল্লেখ্য, বর্তমানে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় দীর্ঘদিন কর্মবিরতি পালন করছেন এইমস-সহ অন্যান্য কেন্দ্রীয় হাসপাতালের ডাক্তাররা। সম্প্রতি সুপ্রিম কোর্টের আশ্বাসে এইমস-এর ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করেছে। এই পরিস্থিতির মাঝেই এবার সমাবর্তনে পোশাক বিধিতে বদল আনল কেন্দ্র।