সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা জগতে সেরা সুস্বাস্থ্যের ঠিকানা মানেই কলকাতার ডিসান হসপিটাল। পূর্ব ভারতের আধুনিক চিকিৎসার অন্যতম বিশ্বস্ত এই প্রতিষ্ঠান এবার ছুঁয়ে ফেলল এক ঐতিহাসিক মাইলফলক। সম্প্রতি এই প্রতিষ্ঠান অর্জন করল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (JCI) অ্যাক্রিডিটেশন। স্বাস্থ্যসেবার গুণগত মান এবং রোগীর সুরক্ষার ক্ষেত্রে এই স্বীকৃতিকে বিশ্বব্যাপী 'গোল্ড স্ট্যান্ডার্ড' হিসেবে গণ্য করা হয়। এই সাফল্যের মাধ্যমে ডিসান হাসপাতাল পৃথিবীর সেইসব সেরা হাসপাতালের তালিকায় নাম লেখাল, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভাবে প্রসিদ্ধ।
ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এ বিষয়ে বলেন, "রোগীর যত্ন ও পরিচর্যা ক্রমাগত বাড়িয়ে তোলা এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার মানকে অতিক্রম করার অঙ্গীকার নিয়েই এটা সম্ভব হয়েছে।" তিনি জোর দিয়ে বলেন, "পূর্ব ভারতে একমাত্র ডিসান হাসপাতালই এমন এক চিকিৎসা প্রতিষ্ঠান, যারা এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল।" মি. দত্ত জানান, "JCI স্বীকৃতি ডিসান-এর নিরন্তর উন্নয়নের ধারার গতিকে আরও বাড়াবে। রোগীকে সামগ্রিক ভাবে উন্নত পরিষেবা প্রদানই ডিসানের একমাত্র লক্ষ্য।"
ডিসান হাসপাতালের সিইও এবং গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন, "JCI অ্যাক্রিডিটেশন অর্জন মানে শুধু এক নতুন মাইলফলক ছোঁয়া নয়, বরং পূর্ব ভারতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বৈধতার প্রমাণ।" মিসেস দত্ত আরও বলেন, "ডিসানে ভর্তি থেকে শুরু করে রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং আরোগ্যের জন্য প্রতিটি পদক্ষেপ আমরা আন্তর্জাতিক প্রোটোকল মেনে করে থাকি। ফলে রোগী ও তাঁর পরিবার সম্পূর্ণ ভাবে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পেরেছেন। বিশ্বের সেরা হাসপাতালে গেলে যে স্বাস্থ্যপরিষেবা পাওয়া যাবে, ডিসান হাসপাতালও সেই পরিষেবা তাদের রোগীদের দিয়ে থাকে। আর এ জন্যই গুরুতর অসুস্থ রোগীরা সবচেয়ে ভালো চিকিৎসা পান। এ বিষয়ে কারও কোনও দ্বিমত নেই।"
রোগী ও তার পরিবারের প্রতি এই দায়বদ্ধতাই ডিসানের মুকুটে নতুন সোনালি পালক যোগ করল। বিশ্বব্যাপী এলিট শ্রেণির হাসপাতালে যে উন্নত পরিষেবা প্রদান করা হয়, রোগীকে সেই একই পরিষেবা প্রদান করে ডিসান এখন পূর্ব ভারতের একমাত্র বিশ্বের স্বীকৃত 'গোল্ড স্ট্যান্ডার্ড'।
ওয়েবসাইট: https://desunhospital.com/desun-hospital-kolkata-achieves-jci-accreditation/
